Entertainment

অনুরাগীদের কি সুখবর দিলেন শাহিদ-মীরা?

Published by
News Desk

২ বছর আগে এক কন্যা সন্তানের জন্ম হয়েছিল বলিউড তারকা শাহিদ-কাপুর ও মীরা রাজপুতের। সেই মেয়ের এখন ২ বছর বয়স। এতদিন সে একাই ছিল। এবার এক খেলার সাথী পেল সে। শাসন করারও। ভাই এসেছে যে! মীরা রাজপুত যে ফের সন্তানসম্ভবা সেকথা চাপা ছিলনা বলিউডে। গত বুধবার তিনি জন্ম দিলেন এক পুত্র সন্তানের। এক মেয়ের পর এবার এক ছেলে। ফলে বেজায় খুশি বাবা-মা। সকলেই এখন জানতে ইচ্ছুক মিশার ভাইয়ের নাম কী হচ্ছে!

খুশি তাঁদের পরিজন থেকে বলিউড তারকারাও। যাঁরা আবার তাঁদের বন্ধুও বটে। শাহিদ কাপুর-মীরা রাজপুতের ছেলে হয়েছে জানার পর থেকেই একের পর এক অভিনন্দন আছড়ে পড়তে থাকে তাঁদের জন্য। অভিনন্দন জানানোর জন্য সোশ্যাল সাইটকেই বেছে নিয়েছিলেন সকলে।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts