Entertainment

দিদি হতে চলেছে শাহিদ ও মীরার মেয়ে মিশা

Published by
News Desk

আর ক’টা মাসের অপেক্ষা। তারপরই সুন্দর ছোট্ট তুলতুলে একটা জীবন্ত পুতুল সঙ্গী পেতে চলেছে মিশা। ভাই বা বোন যেই আসুক পৃথিবীতে, সে তো বড়দিদি হতে চলেছে! দিদির অনেক দায়িত্ব! সেই দায়িত্ব এখন থেকেই কাঁধে তুলে নিল শাহিদ কাপুর ও মীরা রাজপুতের আদরিণী। সোশ্যাল মিডিয়ায় বড়দিদি হওয়ার সুখবর দুনিয়াকে আগাম জানাল দেড় বছরের মিশা। তবে মিশা তো এখন খুব ছোট। তাই তাঁর হয়ে কলম ধরেছেন ‘হাম দো হামারে দো’-র স্বপ্নে বিভোর শাহিদ। দ্বিতীয়বারের জন্য বাবা হতে চলেছেন তিনি। এই আনন্দ আর নিজের ভিতর চেপে রাখতে পারলেন না ‘কমিনে’, ‘উড়তা পাঞ্জাব’, ‘পদ্মাবত’ খ্যাত অভিনেতা। ইন্সটাগ্রাম পেজে তিনি গত শুক্রবার পোস্ট করেন একটি সুন্দর ছবি। ছবিতে রঙিন চক দিয়ে আঁকা বেলুনের পাশে শুয়ে থাকতে দেখা যাচ্ছে শাহিদের কন্যা মিশাকে। তাঁর মাথার উপরেই জ্বলজ্বলে অক্ষরে লেখা ‘বিগ সিস্টার’ কথাটি। যা দেখে কারোর বুঝতে বাকি থাকে না যে ফের বাবা হতে চলেছেন এশিয়ার ‘সেক্সিয়েস্ট’ পুরুষ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঢিলেঢালা পোশাক পরা মীরার বেশ কিছু ছবি। বি টাউনে গুঞ্জন ওঠে, আগের থেকে একটু যেন মোটা দেখাচ্ছে শাহিদের ধর্মপত্নীকে? তবে কি মীরা গর্ভবতী? এই নিয়ে শুরু হয় জোর ফিসফাস। বলিউড পাড়ার সন্দেহ আরও বাড়িয়ে তোলে মীরা সঙ্গে থাকতেও মিশাকে শাহিদের শাশুড়ির কোলে দেখা যাওয়ায়। যাবতীয় জল্পনাই সত্যি হল। মেয়ের মুখ দিয়ে শাহিদ-মীরা দুনিয়াকে জানিয়ে দিলেন তাঁদের খুশির খবর।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts