Sports

করোনা সংক্রমণের শিকার শাহিদ আফ্রিদি

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের দেহেও মিলল করোনার অস্তিত্ব। বৃহস্পতিবার থেকেই তাঁর শরীর ভাল ছিলনা।

Published by
News Desk

লাহোর : গত বৃহস্পতিবার থেকেই তাঁর শরীর ভাল যাচ্ছিল না। সারা গায়ে ব্যথা হচ্ছিল। তাই তাঁর নমুনা পরীক্ষা হয়। আর সেই নমুনা পরীক্ষার ফল সামনে আসতে তিনি জানতে পারেন তিনি কোভিড পজিটিভ। নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি। অনুরোধ করেছেন তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য তাঁর ভক্তদের প্রার্থনা করতে।

পাকিস্তানেও করোনা ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। করোনা পরিস্থিতিতে তাঁর দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন আফ্রিদি। তাঁর সেবামূলক কাজের কথা ছড়িয়ে পড়েছিল। তাঁকে সাহায্য করতে এগিয়ে যান ভারতের ২ ক্রিকেট তারকা যুবরাজ সিং ও হরভজন সিং। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে কটূক্তি করার পর যুবরাজ ও হরভজন আফ্রিদির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন।

পাকিস্তানে ক্রমশ করোনা পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে। দেশের ১ লক্ষ ৩২ হাজারের ওপর মানুষ করোনা সংক্রমণের শিকার। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৫১ জনের। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অবশ্য ৫০ হাজার মানুষ সুস্থ হয়েও উঠেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts