Sports

ইমরান খানকে দেখে শিখুন আফ্রিদি, বললেন তাঁরই সতীর্থ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্বন্ধে বিরূপ মন্তব্য করে ইতিমধ্যেই সমালোচনার মুখে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন এক পাক ক্রিকেটারই।

Published by
News Desk

নয়াদিল্লি : আফ্রিদির সঙ্গে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তানকে জেতাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন ক্রিকেটের ময়দানে। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আফ্রিদির বিরূপ মন্তব্য কিছুতেই মেনে নিতে পারলেন না তাঁরই সতীর্থ দানিশ কানেরিয়া। দানিশ খোলাখুলি একটি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে জানিয়েছেন, আফ্রিদির উচিত কী বলছেন তা ভেবে বলা।

দানিশ কার্যত পরামর্শের সুরেই বলেন, পাক প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এভাবে মুখ খোলেননি। ইমরান খানকে দেখে আফ্রিদির শেখা উচিত বলেও জানান দানিশ। তাঁর মতে আফ্রিদি ঠিক করুন তিনি রাজনীতিতে যোগ দিতে চান কিনা। যদি রাজনীতিতে যোগ দিতে চান তাহলে ক্রিকেট ছেড়ে আফ্রিদির সেটাই করা উচিত বলে জানান দানিশ কানেরিয়া।

দানিশ আরও বলেন, যুবরাজ সিং ও হরভজন সিংয়ের কাছ থেকে আফ্রিদি একদিকে সাহায্য চাইছেন করোনার জন্য সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আবার তাঁদেরই সমালোচনা করছেন, এটা ঠিক নয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলা নিয়ে আফ্রিদির সমালোচনা করায় আফ্রিদি দাবি করেন, যুবরাজ ও হরভজনের কিছু করার নেই। বাধ্য হয়ে তাঁদের একথা বলতে হচ্ছে। দানিশ কানেরিয়া বলেন, আফ্রিদির মন্তব্য গোটা পাক ক্রিকেটকে লজ্জিত করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts