Categories: World

ফের মার্কিন বিমানবন্দরে হেনস্থার শিকার শাহরুখ খান

Published by
News Desk

তাঁর নামের সঙ্গে নাকি এক দুষ্কৃতীর নাম মেলে। তাই নিরাপত্তার নামে বারবার হেনস্থা হতে হয় তাঁকে। একবার নয়, দুবার নয়, তিন তিনবার মার্কিন বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকদের হাতে হেনস্থার শিকার হতে হল বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। অচেনা মুখ হলেও কথা ছিল। কিন্তু একজন সেলিব্রিটির ক্ষেত্রে বারবার এমন ভুল হয় কি করে? যদিও মার্কিন বিদেশ দফতর এমন ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে। এমন ভুল যাতে আগামী দিনে না হয় সে ব্যাপারেও আশ্বস্ত করেছে তারা।

ছেলে, মেয়েকে নিয়ে নিছক ছুটি কাটাতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গেছেন শাহরুখ খান। অভিযোগ, সেখানে বিমান থেকে নামার পর অভিবাসন দফতরের আধিকারিকরা শাহরুখ খানকে আটকে জিজ্ঞাসাবাদ করেন। টানা ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। বিরক্ত শাহরুখ এরপর ট্যুইট করে জানান, নিরাপত্তা নামে বারবার আটকালে খারাপ লাগে।

এদিকে ঘটনা সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান, নিরাপত্তা আছে ঠিকই। তবে এভাবে হেনস্থা মানা যায় না। ২০০৯ সালে নিউ জার্সি বিমানবন্দরে প্রথমবার আটকানো হয় শাহরুখকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান তিনি। এরপর ফের কিং খানকে নিউ ইয়র্ক বিমান বন্দরে মার্কিন অভিবাসন আধিকারিকদের জেরার মুখে পড়তে হয় ২০১২ সালে। এভাবে শাহরুখ খানকে বারবার মার্কিন মুলুকে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ তাঁর অনুরাগীরা।

Share
Published by
News Desk