Sports

কেকেআর ভক্তদের মন ভাল করা সংবাদ, কেকেআর-এই থেকে গেলেন আন্দ্রে রাসেল

কলকাতা নাইট রাইডার্স এবার আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছিল। কিন্তু আন্দ্রে রাসেল তারপরেও থেকে গেলেন কেকেআর-এই। এবার অন্য অবতারে।

আন্দ্রে রাসেলকে নিয়ে শাহরুখ খান যে কতটা আপ্লুত তা তিনি বারবার প্রকাশ করেছেন। রাসেলের পাওয়ার হিট অন্যসব দলের জন্যই ছিল চিন্তার। রাসেলকে ফেরাতে পারলে অনেকটা স্বস্তির শ্বাস নিতেন অন্য দলের খেলোয়াড়েরা।

বোলিংয়েও রাসেল সমান তালে কেকেআর-কে ভরসা জুগিয়ে গেছেন। সেই রাসেলকে এবার ছেড়ে দেয় কেকেআর। যা দেখার পর অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। শাহরুখ খানের প্রিয় পাত্র রাসেল। কেকেআর-এর নয়নের মণি। তাঁকেই কিনা কেকেআর ছেড়ে দিল!

কেকেআর ভক্তরাও অবাক হয়ে গিয়েছিলেন এই সিদ্ধান্ত দেখে। কেন সেই সিদ্ধান্ত তা এতদিন পর পরিস্কার হল। রাসেল কেকেআর ছাড়ছেন না। কীভাবে থাকছেন সেটা এবার শাহরুখ খান স্পষ্ট করে দিলেন।

আন্দ্রে রাসেল ঘোষণা করেছেন তিনি অবসর নিচ্ছেন। রাসেলের এই ঘোষণার পর এটা তো পরিস্কার হয়ে যায় যে রাসেলকে কেকেআর ছাড়লেও তাঁকে অন্য কোনও দলে খেলতে দেখা যাবেনা।

এবার শাহরুখ খান পরিস্কার করে দিলেন যে আন্দ্রে রাসেলকে কেকেআর ছাড়ছে না। মাঠে ব্যাট হাতে না নামলেও তাঁর বিশ্বখ্যাত পাওয়ার হিট ব্যাটিংকে এবার কাজে লাগাতে চাইছে কেকেআর।

রাসেল এই মরসুমে কেকেআর-এর খেলোয়াড় নন, বরং পাওয়ার কোচ। একদম নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে আগামী আইপিএল-এ। কেকেআর ব্যাটার, বিশেষত তরুণ ব্যাটারদের পাওয়ার ব্যাটিংয়ের তালিম দেবেন তিনি। কেকেআর-এর পাওয়ার কোচ হয়ে কেকেআর-এই থেকে গেলেন রাসেল। শাহরুখ খান তাঁর প্রিয় খেলোয়াড়কে কোথাও যেতে দিলেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *