Entertainment

বিশ্বসেরা শাহরুখ খান, পিছনে ফেললেন টার্মিনেটর রিহানাকে

হাতেগোনা কয়েকজন মানুষই এই ক্লাবে জায়গা পান। এতদিন পর শাহরুখ খান সেই ক্লাবে সদস্যপদ পেয়ে গেলেন। অন্য উচ্চতায় শাহরুখ খান।

বিশ্বজুড়ে বিনোদন জগতে পরিচিত মুখের শেষ নেই। তাঁরা নিজের জায়গায় সফল। অর্থের প্রাচুর্যেও তাঁরা বলীয়ান। তাঁদের আর্থিক ক্ষমতা নেহাত কম নয়। তবে এবার শাহরুখ খান তাঁদের প্রত্যেককে ছাপিয়ে গেলেন।

একটি পরিসংখ্যান বলছে বিশ্বের সবচেয়ে অর্থবান বিনোদন জগতের ব্যক্তিত্ব এখন শাহরুখ খান। যাঁর মোট সম্পত্তির পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪১৯ কোটি টাকার কিছু বেশি।

শাহরুখের ঠিক পিছনেই রয়েছেন টেলর সুইফট। তাঁর মোট সম্পত্তি ১.৩ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছেন আর্নল্ড শোয়ার্জনেগার। তাঁর মোট সম্পত্তি ১.২ বিলিয়ন ডলার। শাহরুখ খান এঁদের মত বিশ্বজুড়ে পরিচিত মুখদেরও ছাপিয়ে গেছেন সম্পত্তির নিরিখে।

শাহরুখ খানের কেবল সিনেমায় অভিনয়ের জন্যই অর্থ এমনটা নয়। তাঁর অভিনয়ের পাশাপাশি রয়েছে একটি প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। যা কেবল সিনেমা প্রযোজনাই করেনা, তারা ভিজুয়াল এফেক্ট, ডিস্ট্রিবিউশন, কনটেন্ট রাইটিং, সব কিছুই সামলে থাকে।

এছাড়া শাহরুখ খান আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স-এর মালিক। ফলে সেখান থেকেও তিনি মোটা অর্থ উপার্জন করেন। এছাড়া তাঁর একাধিক লাইফস্টাইল ও অটোমোবাইল ব্র্যান্ডে বিনিয়োগ রয়েছে।

সব মিলিয়ে শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী বিনোদন ব্যক্তিত্ব। এটা অবশ্যই দেশের জন্যও বড় খবর। বিশ্বের তাবড় বিনোদন ব্যক্তিত্বকে অর্থের ভারে হারিয়ে শাহরুখের এই মুকুট তাঁকে বিলিয়নিয়ারদের ক্লাবে জায়গা করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *