Entertainment

ফারাহ খানকে ক্ষমা চাইতে বললেন শাহরুখ খান, এতদিনের বন্ধুত্বে কি ফাটল ধরল

ফারাহ খান এবং শাহরুখ খানের দীর্ঘদিনের সখ্যতা, বন্ধুত্ব সম্বন্ধে গোটা বলিউড অবহিত। সেখানে দাঁড়িয়ে শাহরুখ খান খোলাখুলি ফারাহ খানকে তাঁর কাছে ক্ষমা চাইতে বললেন।

কোরিওগ্রাফার তথা পরিচালক ফারাহ খান বলিউডে একগুচ্ছ হিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁর পরিচালনায় শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মত হিট সিনেমা রয়েছে। তবে শাহরুখ খানের সঙ্গে ফারাহ-র সম্পর্কটা কেবল একজন পরিচালক ও অভিনেতার মধ্যে আটকে থাকেনি।

তাঁরা ২ জনই ২ জনের খুব ভাল বন্ধু। বলিউডে তাঁদের বন্ধুত্ব বেশ চর্চার বিষয়। এই ২ বন্ধুর জীবনে এমন কি ঘটল যার জন্য শাহরুখ খান খোলাখুলি ফারাহ খানকে তাঁর কাছে ক্ষমা চাইতে বললেন?

এক্ষেত্রে কারণটা লুকিয়ে আছে তৃতীয় এক ব্যক্তির ওপর। তিনি হলেন ফারাহ খানের বাড়িতে কর্মরত দিলীপ নামে এক ব্যক্তি। যাঁকে সকলের সামনে এনে চমকে দিয়েছেন ফারাহ।


ফারাহ খানের বাড়িতে কর্মরত সেই দিলীপ ‘বদলি সি হাওয়া হ্যায়’ গানের সঙ্গে দারুণ নেচেছেন। যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন ফারাহ। শাহরুখ খানের কাছে এজন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।

গানটাই এত ভাল যে দিলীপ নিজেকে সামলাতে পারেননি। প্রসঙ্গত গানটি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালক হিসাবে ডেবিউ সিনেমায় রয়েছে। দিলীপের সেই নাচের ভিডিও নিজের অ্যাকাউন্টে রিশেয়ার করে শাহরুখ তাঁর পুরনো বুদ্ধিদীপ্ত চালেই লেখেন, অবশ্যই ফারাহ খানের তাঁর কাছে ক্ষমা চাওয়া উচিত।

কারণ গত ৩০ বছরে তাঁকে এমন ভাল নাচ ফারাহ খান দিতে পারেননি। সে নাচটা দ‌িলীপ নেচেছেন। পুরো ব্যাপারটাই মজার ছলে হয়েছে। আর এমন খুনসুটি শাহরুখ ও ফারাহ খানের মধ্যে চলতে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *