জওয়ান সিনেমায় তাঁকে ২ বার সুযোগ দেওয়ার জন্য মুকেশকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান
জওয়ান সিনেমার জন্য জীবনের প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। সেই জওয়ান সিনেমায় তাঁকে ২ বার সুযোগ দেওয়ার জন্য মুকেশ ছাবড়াকে ধন্যবাদ জানালেন শাহরুখ খান।

৩৫ বছর বলিউডে কাটিয়েও জাতীয় পুরস্কার পাননি শাহরুখ খান। একগুচ্ছ সুপারহিট সিনেমার জন্যও নয়। অবশেষে পেলেন জাতীয় পুরস্কার। সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন কিং খান।
জওয়ান সিনেমায় তাঁর অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়ে বেজায় খুশি শাহরুখ। এবার তিনি ধন্যবাদ জানালেন সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়াকে। তবে সাদামাটা ধন্যবাদ নয়। ধন্যবাদ জানানোর মধ্যে একটা বুদ্ধিদীপ্ত ছাপ ছিল।
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ মুকেশ ছাবড়ার উদ্দেশ্যে লেখেন, জওয়ান সিনেমায় তাঁকে ২ বার নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তার উত্তরে মুকেশও বুদ্ধির ছাপ রেখে লেখেন স্যার। তারপর ৪টি ইমোজি।
এখন প্রশ্ন হল একটি সিনেমায় একজন অভিনেতাকে অভিনয়ের সুযোগ দেওয়া যেতে পারে। ২ বার সুযোগ দেওয়ার মানে কি? আসলে জওয়ান সিনেমায় শাহরুখ খানের ডবল রোল। ২টি চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাবা ক্যাপ্টেন বিক্রম রাঠোর এবং ছেলে আজাদ রাঠোর।
এই ২টি চরিত্রে অর্থাৎ বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। সেটা মাথায় রেখেই ২ বার সুযোগ দেওয়ার কথা লিখেছেন তিনি। শুধু মুকেশ বলেই নয়, শাহরুখ খান সিনেমার পরিচালক অল্টি সহ অল্টির পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন।
জওয়ানের জন্য ৭১ তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার অবশ্য শাহরুখ একাই পাচ্ছেন না। তাঁর সঙ্গেই টুয়েলভথ ফেল সিনেমায় অভিনয়ের জন্য বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা