Sports

খেলবেন না বুঝিয়েও বছরের পর বছর খেলে যাচ্ছেন, ধোনিকে খোঁচা শাহরুখের

তিনি আর খেলবেন না আইপিএল-এ। এমনটা বুঝিয়েও বছরের পর বছর খেলে যাচ্ছেন। নিজেকে সামনে রেখে ধোনিকে খোঁচা দিলেন কলকাতা নাইট রাইডার্স কর্তা শাহরুখ খান।

Published by
News Desk

মঞ্চটা ছিল পুরস্কার বিতরণীর। সিনেমা জগতের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফলে জাঁকজমকের অভাব বিন্দুমাত্র ছিলনা। অ্যাংকর হিসাবে ছিলেন করণ জোহর, শাহরুখ খান এবং ভিকি কৌশল। মাঝেমধ্যেই খুনসুটি চলছিল।

একসময় শাহরুখ করণ জোহরকে মজা করে বলেন এবার তাঁর সরে দাঁড়ানো উচিত। সাদা কালো পোশাকে থাকা শাহরুখ বলেন, বিখ্যাত মানুষজন জানেন কখন সরে দাঁড়াতে হয়। উদাহরণ হিসাবে শচীন তেন্ডুলকর, সুনীল ছেত্রী, রজার ফেডেরারদের নাম তুলে আনেন কিং খান।

আর সেইসব উদাহরণ সামনে রেখে করণ জোহরকে পরামর্শ দেন এবার তাঁর অবসর নেওয়া উচিত। যার উত্তরে করণ জোহর পাল্টা বলেন, একই কথাটা শাহরুখ নিজে কেন ভেবে দেখছেন না!

শাহরুখ মজার ছলে কথা ফেরাতে সিদ্ধহস্ত। তিনি সময় নষ্ট না করে উত্তর দেন, তিনি নিজে এবং মহেন্দ্র সিং ধোনি একটু অন্য ধরনের বিখ্যাতদের দলে পড়েন। ধোনি আইপিএল আর খেলবেন না বলেও বছরের পর বছর খেলে চলেছেন।

শাহরুখ নিজেও তাই করছেন। প্রসঙ্গত মহেন্দ্র সিং ধোনি আর আইপিএল খেলবেন না। আগামী বছর তাঁকে আর দেখা যাবেনা। এমন কথা বিগত কয়েকটি আইপিএল-এ শোনা গিয়েছে, এমনকি ধোনির বক্তব্যেও তেমনটাই প্রকাশ পেয়েছে।

তারপরেও দেখা গেছে পরের বছরে চেন্নাই সুপার কিংগসের দলে ধোনি রয়েছেন। সেখানেই যে শাহরুখ খান সরাসরি খোঁচাটা মেরে দিলেন তা আর বুঝতে কারও অসুবিধা নেই। যাতে সমালোচনা না হয় সেজন্য নিজের নামটাও কৌশলে জুড়ে দিয়েছেন শাহরুখ খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk