Entertainment

আলিবাগের বাংলো নিয়ে সমস্যায় শাহরুখ

Published by
News Desk

কদিন আগেই জন্মদিন পালন করেছেন যে বাংলোতে সেই বাংলো নিয়েই জটিলতার শিকার বলিউডের মহাতারকা শাহরুখ খান। এবার আয়কর দফতরের নজরদারির মুখে পড়তে হল শাহরুখ খানের আলিবাগের বাংলোকে। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ যে তিনি উপকূল এলাকায় বাড়ি তৈরির নিয়ম অগ্রাহ্য করেই আলিবাগের বাংলো বানিয়েছেন। ১৯,৯৬০ বর্গফুটের যে বাংলোকে ঘিরে এত বিপত্তি, কি নেই সেই বাংলোতে। একটা বড় মাপের সুইমিং পুল থেকে শুরু করে প্রাইভেট হেলিপ্যাডের ব্যবস্থাও আছে। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ, চাকচিক্যে ভরা আলিবাগের বাংলো বানানোর জন্য প্রায় ৮ কোটি ৪৫ লক্ষ টাকা তিনি ঋণ দিয়েছিলেন একটি ভুয়ো সংস্থাকে।

শাহরুখের বিরুদ্ধে আরও অভিযোগ, তাঁর জমি কেনার উদ্দেশ্য ছিল মূলত কৃষিকাজ। কিন্তু জমিতে বানানো হয় বাংলো। তাও আবার উপকূলীয় এলাকায় বাড়ি নির্মাণের নির্দেশিকা না মেনে। নির্দেশিকা অবমাননা করে বাংলো নির্মাণের জেরে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। এর আগে গত জানুয়ারি মাসে সুরেন্দ্র ধাওয়াল নামে এক ব্যক্তিও শাহরুখের আলিবাগের নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন খার পুলিশ স্টেশনে।

Share
Published by
News Desk

Recent Posts