Entertainment

কিং অফ রোমান্সের মুখে এ কি কথা, ভক্তরাও ভাবতে পারছেন না

এক এক জনের এক এক রকম সিনেমা পছন্দ। শাহরুখ খানের কিং অফ রোমান্স বলেই সারা বিশ্বে পরিচিতি। তিনি এবার যা বললেন তা ভক্তদেরও বিশ্বাস হচ্ছেনা।

Published by
News Desk

ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি এক কিংবদন্তি নায়ক। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। হালফিল সুইৎজারল্যান্ডে হওয়া ৭৭ তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে সিনেমায় তাঁর সারাজীবনের অবদানের জন্য তাঁকে পার্দো আলা ক্যারিয়েরা সম্মানে ভূষিত করা হয়েছে।

চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানগুলির একটি এটি। যাকে কেরিয়ার লেপার্ড বলা হয়। এই সম্মান পাওয়ার পর শাহরুখ খান জানিয়েছেন তাঁর ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা।

ভারতীয় সিনেমার কিং অফ রোমান্স শাহরুখ খান ভ্যারাইটি নামে একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, একজন দর্শক হিসাবে তাঁর অ্যাকশন সিনেমা সবচেয়ে বেশি পছন্দের।

এছাড়া কল্পবিজ্ঞানের সিনেমা, হিউম্যান ড্রামা সিনেমা, অফবিট সিনেমাও তাঁর দারুণ পছন্দের। এমনকি ভূতের সিনেমাও মাঝেমধ্যে দেখতে ভালই লাগে। কিন্তু তিনি একেবারেই রোমান্টিক সিনেমা সহ্য করতে পারেননা। তাঁর সবচেয়ে খারাপ লাগে রোমান্টিক সিনেমা।

যে ব্যক্তিত্ব জীবনে একটা পথ চলার সুযোগই পেয়েছেন রোমান্টিক সিনেমার হাত ধরে, যাঁকে রোমান্সের রাজা বলা হয়, তাঁর মুখে এ কি কথা! তাঁর পরিচিতিই তো রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য। সেখানেই তাঁর সবচেয়ে বেশি হিট রয়েছে।

শাহরুখ কিন্তু জানিয়েছেন তাঁর সবচেয়ে পছন্দ হল অ্যাকশন সিনেমা। টম ক্রুজের মত অ্যাকশন তিনি পছন্দ করেন। শাহরুখ খান অবশ্য হালফিল কয়েকটি সিনেমায় তাঁর সেই রোমান্টিক কিংয়ের ইমেজ ভেঙে ফেলার চেষ্টা করেছেন। আর তাতে তিনি সফলও হয়েছেন। তার বড় প্রমাণ পাঠান বা জওয়ানের মত সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk