Entertainment

এই বিরল সম্মান শাহরুখ খানের আগে কোনও ভারতীয় অভিনেতা পাননি

শাহরুখ খান এবার এমন এক সম্মান পেলেন যা এর আগে কোনও ভারতীয় অভিনেতা পাননি। অবশ্যই সেদিক থেকে ইতিহাসের পাতায় আরও এক অধ্যায় লিখলেন শাহরুখ।

Published by
News Desk

২০২৩ সালে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন ভারতীয় সিনেমার বক্স অফিসে অন্যই জোয়ার এনেছিল। পাঠান, জওয়ানের হাত ধরে ২০২৩ সাল শাহরুখের জীবনের অন্যতম সফল বছর। সেই শাহরুখের সম্মান প্রাপ্তি থেমে নেই।

অলিম্পিকসের আসর বসেছে প্যারিসে। সেখানেই রয়েছে এক বিখ্যাত মিউজিয়াম, গ্রেভিঁ। এখানে রয়েছে শাহরুখ খানের একটি মোমের অবয়ব। সিন নদীর ডান তীরে গ্র্যান্ড বুলেভার্ডস-এর পাশে অবস্থিত এই মোমের মূর্তির মিউজিয়ামে মোমের পুতুল হয়ে শাহরুখ তো এতদিন ছিলেনই, তবে এবার এই মিউজিয়াম বলিউড সুপারস্টার শাহরুখ খানের সম্মানে একটি কাস্টমাইজড সোনার কয়েনের সেট প্রকাশ করেছে।

এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার সম্মানে পৃথিবী বিখ্যাত এই মিউজিয়ামে কোনও সোনার কয়েন আত্মপ্রকাশ করল। এটা অবশ্যই ভারতীয় সিনেমা জগতের জন্যও গর্বের সন্দেহ নেই।

প্রসঙ্গত প্যারিস বলেই নয়, শাহরুখ খানের মোমের পুতুল রয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি, চেক প্রজাতন্ত্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায়। এছাড়া ভারতে তো রয়েছেই।

প্যারিসে বসেছে অলিম্পিকসের আসর। ঠিক সেই সময় শাহরুখ খানের সম্মানে এই সোনার কয়েন প্রকাশ করে মিউজিয়াম শাহরুখকে অন্যই মর্যাদায় তুলে নিয়ে গেল।

প্রসঙ্গত শাহরুখ খানকে ‘কিং’ নামে একটি সিনেমায় দেখা যেতে চলেছে। যেখানে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকে। সুহানা খান অবশ্য এর আগে ‘আর্চিজ’ নামে একটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk