ফাইল : শাহরুখ খান, ছবি - আইএএনএস
শাহরুখ খানের ৫৮ বছরের জন্মদিনে ভক্তদের ভালবাসা ঢেউয়ের মত আছড়ে পড়েছে। শাহরুখের মতে, তিনি তাঁর ভক্তদের ভালবাসার স্বপ্ন দেখেন। তাঁর ৫৮ তম জন্মদিনে তাঁর মেয়ে সুহানা বিশেষ ছবি শেয়ার করেছেন বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এভাবে নানা ভাবেই জন্মদিনটি চুটিয়ে উপভোগ করছেন শাহরুখ।
চলতি বছরে তাঁর পরপর ২টি সিনেমাই বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছে। জন্মাষ্টমীর দিন প্রকাশ পাওয়া জওয়ান যে রোজগার করেছে তা ভারতীয় সিনেমার এক উজ্জ্বল অধ্যায়। জন্মদিনে শাহরুখকে সেই জওয়ান সিনেমার প্রস্তুতকারকরা একটি অন্য উপহার দিলেন।
জওয়ান সিনেমাটি শাহরুখের জন্মদিনে বড় পর্দার গণ্ডী পার করে মুক্তি পেল ওটিটিতে। ফলে তা এখন বহু মানুষের হাতের মুঠোয় এসে পড়ল। যাঁরা ইতিমধ্যেই হলে গিয়ে জওয়ান দেখে এসেছেন তাঁরাও ওটিটিতে এই সিনেমাটি দেখতে চাইবেন। কারণ ওটিটিতে জওয়ান প্রকাশ করা হয়েছে আনকাট।
ফলে বাড়তি কিছু দৃশ্যও উপভোগের সুযোগ পাবেন দর্শকরা। এটাই শাহরুখ খানকে তাঁর ৫৮ তম জন্মদিনের উপহার হিসাবে দিলেন জওয়ান প্রস্তুতকারকরা।
শাহরুখ জানিয়েছেন, এখন সারা বিশ্বের যে কেউ এই সিনেমা দেখতে পারবেন। পরিবার নিয়ে একসঙ্গে উপভোগ করার সুযোগ পাবেন এই সিনেমা। ওটিটিতে প্রকাশ পাওয়ায় সিনেমাটি সকলেই বাড়িতে বসে দেখার সুযোগ পাবেন।
প্রসঙ্গত জওয়ানের প্রস্তুতকারক সংস্থা রেড চিলিজ। প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান। সেদিক থেকে শাহরুখের প্রায় পারিবারিক প্রযোজনাতেই তৈরি হয়েছে জওয়ান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা