Entertainment

জওয়ানে কেন নেড়া মাথায় অভিনয় করলেন তা এবার স্পষ্ট করলেন শাহরুখ

নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন শাহরুখ খান। ৫৭ বছর বয়সেও তিনি যে কি কামাল দেখাতে পারেন তা পরপর ২টি সিনেমায় দেখিয়ে দিয়েছেন কিং খান।

Published by
News Desk

৪ বছর পর বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তন ছিল দুনিয়া কাঁপানো। এমনই সাফল্য পাঠান থেকে পান তিনি। পাঠানের সেই বক্স অফিসের রেকর্ড যখন সকলকে চমকে দিয়েছে, ঠিক তখন ফের চমক দিলেন শাহরুখ খান। তাঁর অ্যাকশনধর্মী সিনেমা জওয়ান সিনেমা হলে মুক্তি পেল। আর প্রথম দিনই দেখিয়ে দিল শাহরুখ খান পর্দায় আসা মানেই একটা ম্যাজিক। আর সেই ম্যাজিকে বক্স অফিসও ম্যাজিক দেখছে।

পাঠানের রেকর্ড রোজগারকে প্রথম দিনেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় জওয়ান। এই জওয়ান সিনেমায় শাহরুখ খানকে নানা রূপে দেখতে পাওয়া গিয়েছে।

সেই রূপের মধ্যে একটি চরিত্রে তাঁকে নেড়া মাথায় দেখা গেছে। কিন্তু একজন হিরো হয়ে নেড়া মাথায় কেন? এর উত্তর অবশ্য শাহরুখ দিয়েছেন।

শাহরুখ এই নেড়া মাথায় অভিনয়ের যে কারণ দেখিয়েছেন তা অবশ্য কিছুটা অবাকই করেছে সকলকে। শাহরুখের মতে, এটা নেহাতই তাঁর আলস্যের কারণে।

টানা ২ ঘণ্টা মেকআপে থাকার আর যাতে দরকার না পড়ে সেজন্য নেড়া মাথাই বেছে নেন শাহরুখ। এরপর মজা করেই বলেন, নেড়া মাথার পুরুষদের মহিলারা পছন্দ করেন।

জওয়ান সিনেমার ৫ মহিলা চরিত্রই আবার ভয়ংকর রূপেই সামনে এসেছেন। শাহরুখের মতে, তাঁরা এতটাই ভয়ংকর চরিত্রে অভিনয় করেছেন যে তিনি তাঁদের কোনও সাহায্যই পাননি। দক্ষিণের বিখ্যাত পরিচালক অ্যাটলি-র পরিচালনায় জওয়ান কিন্তু বক্স অফিসে একাই এখন রাজত্ব করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk