Entertainment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন শাহরুখ খান। বলি সুপারস্টার শাহরুখ খান বিস্তারিতভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রীকে প্রশংসার কারণ।

Published by
News Desk

৪ বছর পর বড় পর্দায় ফেরত এসে শাহরুখ খান পাঠান সিনেমায় দেখিয়ে দিয়েছেন কেন তিনি আজও বলিউডের কিং। কিন্তু সেই পাঠানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে কোমর বেঁধেছিলেন ফের শাহরুখ খানই। তাঁর পরবর্তী সিনেমা জওয়ান নিয়ে তাঁর আশা যে ভুল ছিলনা তা আত্মপ্রকাশেই বুঝিয়ে দিয়েছে জওয়ান। পাঠানের রেকর্ডও ভেঙে দিয়েছে জওয়ান।

পাঠানের পর জওয়ানের এমন আকাশছোঁয়া সাফল্য উপভোগ করার সঙ্গে সঙ্গে এবার শাহরুখ খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ।

শাহরুখ খান লিখেছেন, আগামী পৃথিবীর মানুষকে ভাল রাখার জন্য অন্য দেশগুলিকে নিয়ে যে ঐক্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি২০ বৈঠকের মধ্যে দিয়ে গড়ে তুললেন তার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন।

জি২০ বৈঠককে সফল করার জন্যও প্রধানমন্ত্রীকেই সব শ্রেয় দিয়েছেন শাহরুখ। তিনি এও লিখেছেন, জি২০ বৈঠকের সাফল্য সকল ভারতবাসীকে গর্বিত করেছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি এবং সকল দেশবাসী একক ভাবে আরও উন্নতি করছেন এমনটা নয়, বরং একতার সঙ্গে উন্নতি করছেন। এমনই লিখেছেন শাহরুখ খান।

একটি পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ মন্ত্রকেও উল্লেখ করতে ভোলেননি শাহরুখ। শাহরুখ খানের এই মন্তব্য রীতিমত সাড়া জাগিয়েছে।

শাহরুখের আগে সোশ্যাল মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রশংসা করে পোস্ট করেছিলেন আর এক বলি অভিনেতা অনুপম খের। তবে শাহরুখ খানের বক্তব্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk