Entertainment

শাহরুখ কি নিজের সিনেমার টিকিট নিজেই কেনেন, সপাট জবাব সুপারস্টারের

শাহরুখ খানকে যে খোঁচা দেওয়া এত সহজ নয় তা ফের একবার প্রমাণ হল। শাহরুখই তাঁর সিনেমার টিকিট কাটতে থাকেন কিনা জানতে চাওয়ার দারুণ উত্তর দিলেন সুপারস্টার।

Published by
News Desk

শাহরুখ খান পাঠান সিনেমায় এক স্বপ্নের সাফল্যে পেয়েছেন। ৪ বছর পর বড় পর্দায় ফিরেই তিনি রেকর্ড গড়া বক্স অফিস পেয়েছেন। সেই খুশি সামান্য হলেও থিতিয়ে পড়ার আগেই আবার শাহরুখ খানের একটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

শাহরুখ খানের জওয়ান সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছেন সকলে। এই সিনেমায় তাঁর ডবল রোল। অ্যাকশন ধর্মী এই সিনেমার সাফল্য নিয়েও বেজায় আশাবাদী সুপারস্টার। এরমধ্যেই ট্যুইটারে শাহরুখ খান তাঁর ভক্তদের সঙ্গে কথোপকথনে বসেছিলেন। সেখানেই আসে প্রশ্নটা।

শাহরুখ খানকে তাঁরই এক ভক্ত কার্যত খোঁচা দিয়েই প্রশ্ন করেন, শাহরুখ খান তাঁর সিনেমার টিকিট নিজেই কাটতে থাকেন কিনা। প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা খোঁচা বুঝতে সময় লাগেনি শাহরুখের।

শাহরুখ বরাবরই পাল্টা উত্তরে সিদ্ধহস্ত। সেটাই ফের একবার প্রমাণ করলেন তিনি। ওই ভক্তকে পাল্টা শাহরুখ জিজ্ঞেস করেন, ওই ব্যক্তি তাঁর কাজের মাইনে নিজেই নিজেকে দেন কিনা! এরপর অবশ্য আর কিছু বলতে পারেননি ওই ব্যক্তি।

শাহরুখ খানের জওয়ান একটি অ্যাকশন ধর্মী সিনেমা। যেখানে শাহরুখ ছাড়াও রয়েছেন দক্ষিণের তারকা নয়নতারা, বিজয় সেতুপতি। এছাড়া রয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা।

পাঠান-এর সাফল্যের পর এখন জওয়ান-এর বক্স অফিস পাওয়াটা একটা বাড়তি চাপ তৈরি করছেই। তবে অ্যাটলি পরিচালিত সিনেমা বক্স অফিসে ভাল করেই অভ্যস্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk