Entertainment

২ নভেম্বর, ২ জগত, ২ তারকা, ২ জন্মদিন

Published by
News Desk

আজ ২ নভেম্বর। কিং খানের জন্মদিন। ৫২-য় পা রাখলেন শাহরুখ খান। বলিউড জগতে দুই তারকার জন্মদিন পালিত হল পরপর। গত ১ নভেম্বর ছিল ঐশ্বর্য রাইয়ের জন্মদিন। পরিবারের সঙ্গেই নিজের জন্মদিন সেলিব্রেট করেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। আর এদিন শাহরুখ খান তাঁর নিজের আলিবাগের বাংলোতে আয়োজন করেন বার্থ ডে পার্টির। পার্টিকে কেন্দ্র করে আলিবাগে বসেছিল চাঁদের হাট। বাদশার জন্মদিন উপলক্ষে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা, সুজান খান সহ বহু তারকা। ইতিমধ্যে শাহরুখের জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

সেলুলয়েডের তারকার পাশাপাশি আরও একজন বিশিষ্ট মানুষের এদিন জন্মদিন। ২ নভেম্বর ১৯৩৫-এ জন্মেছিলেন বাংলার সাহিত্য জগতের অন্যতম নক্ষত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এদিন ৮২ বছরে পা রাখলেন এই বিশিষ্ট সাহিত্যিক।

Share
Published by
News Desk