Entertainment

প্রথম প্রেম দিবসে গৌরিকে কি উপহার দিয়েছিলেন তা এখনও মনে আছে শাহরুখের

প্রেমের দিনে উপহার এক অনন্য স্পর্শ আনে। ৩৪ বছর আগে তাঁদের প্রথম ভ্যালেন্টাইনস ডে-তে গৌরি খানকে কি উপহার দিয়েছিলেন তা এখনও মনে আছে শাহরুখ খানের।

Published by
News Desk

শাহরুখ খান তখনও বিখ্যাত সুপারস্টার শাহরুখ খান হননি। তিনি তখন দিল্লির এক ঝকঝকে তরুণ। যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল গৌরি নামে প্রায় তাঁরই বয়সী একটি মেয়ের।

১৯৯১ সালে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তবে তার আগে প্রেমপর্ব যখন শুরু হয় তখনও এসেছিল ভ্যালেন্টাইনস ডে। সেই প্রেম দিবসে ৮০-র দশকে তরুণ শাহরুখের অর্থের বল ছিলনা।

কিন্তু সেদিন প্রেমিকা গৌরির জন্য একটি উপহার নিয়ে গিয়েছিলেন তিনি। যা জীবনের ৩৪টা বছর পার করেও শাহরুখের স্পষ্ট মনে আছে। এক অনুরাগীর প্রশ্নের উত্তরে শাহরুখ সেই উপহারের কথা সকলকে জানিয়েও দেন।

শাহরুখ জানিয়েছেন, তাঁর যতদূর মনে পড়ছে ৩৪ বছর হবে। সেই ভ্যালেন্টাইনস ডে-তে তিনি গৌরি খানের জন্য এক সামান্য উপহার নিয়ে গিয়েছিলেন। সেটা ছিল গোলাপি কানের দুল। তাও প্লাস্টিকের।

সেই প্লাস্টিকের একজোড়া কানের দুল সেদিন গৌরিকে উপহার দিয়েছিলেন প্রেমিক তরুণটি। তারপর জীবনে সাফল্যের চূড়া ছুঁয়েছেন শাহরুখ। জীবনে স্ত্রী গৌরিকে কত যে উপহার দিয়েছেন তা তাঁরও হয়তো মনে নেই।

কিন্তু ৩৪ বছর আগের সেই সামান্য প্লাস্টিকের গোলাপি দুলের কথা আজও ভুলতে পারেননি বলিউডের কিং খান। আর সে কথাই এক ভক্তের প্রশ্নের উত্তরে জানালেন তিনি।

প্রাচুর্যের আড়ালে হয়তো আজও সেই উপহার শাহরুখকে নাড়া দেয়। যে উপহারে অর্থের দম্ভ ছিলনা, তবে প্রেমের ঘড়া ছিল টইটম্বুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk