Entertainment

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ফুটছেন শাহরুখ খান, ফুটবল নয় কারণটা অন্য

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল নিয়ে এখন গোটা বিশ্ব মুখিয়ে আছে। সেই তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। স্টুডিওতেও থাকছেন। তবে অন্য কারণে।

Published by
News Desk

অবশেষে প্রায় ১ মাসের যুদ্ধের শেষলগ্ন উপস্থিত। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স মুখিয়ে ফের কাপ ঘরে তুলতে। অন্যদিকে মেসির সামনে দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার শেষ সুযোগ। লড়াই হবে টক্করে টক্করে।

একদিকে মেসি ও অন্যদিকে এমবাপে। এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা দেখতে কোমর বেঁধে তৈরি গোটা বিশ্ব। তৈরি শাহরুখ খানও।

বলিউড সুপারস্টার ফাইনাল দেখবেন বাড়িতে নয়, স্টুডিওতে বসে। সঙ্গে থাকবেন ইংল্যান্ডের তারকা ফুটবলার রুনি। তবে বিশ্বকাপ ফাইনাল দেখাটাই একমাত্র উদ্দেশ্য নয় শাহরুখের।

শাহরুখ খানের আসলে একটি পথচলা শুরু হচ্ছে বিশ্বকাপ ফাইনালের হাত ধরে। শাহরুখের পাঠান সিনেমা মুক্তির অপেক্ষায়। সেই সিনেমার প্রচারে এবার একের পর এক শহরে যেতে চলেছেন শাহরুখ।

সেই পাঠান প্রচারের পথচলা তিনি শুরু করছেন বিশ্বকাপ ফাইনাল দিয়ে। ওইদিন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে পাঠান-এর প্রচার শুরু করছেন। সেকথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলিউড সুপারস্টার।

ওইদিন ফুটবল দেখার পাশাপাশি মাঝেমাঝেই তিনি পাঠানের প্রচারও করবেন। ভারতীয়রা চ্যানেলে খেলা দেখার পাশাপাশি শাহরুখকে এই প্রচারে অংশ নিতে দেখবেন।

প্রসঙ্গত পাঠান-এর প্রচার বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু করলেও সিনেমাটি ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে। তার ১টি গান নিয়ে উঠেছে প্রশ্ন। এমনকি পাঠান সিনেমাটি অনেক রাজ্যে বয়কট ও প্রদর্শনে বাধার মুখে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk