Entertainment

ওটিটির দুনিয়ায় পা রাখছেন শাহরুখ, তবে একটু অন্য রূপে

ওটিটির দুনিয়ায় অনেক বলিউড তারকাকে দেখা গেলেও সেই তালিকায় শাহরুখ খানের নাম নেই। এবার তিনি সেই ওটিটিতেই পা রাখতে চলেছেন। তবে একটু অন্য রূপে।

Published by
News Desk

ওটিটি এখন মানুষের জীবনের নতুন সিনেমা হল। ঘরের চার দেওয়ালে ঢুকে পড়েছে বিনোদনের রঙিন দুনিয়া। যার জনপ্রিয়তা বুঝে বলিউডের অনেক তারকাই ওটিটির দুনিয়ায় পা রেখে ফেলেছেন। কিন্তু সেই ভিড়ে এখনও বলিউড সুপারস্টার শাহরুখ খান নেই।

মাঝে একটি ওটিটি অ্যাপের বিজ্ঞাপন ওটিটি-তে শাহরুখের পা রাখার জল্পনা উস্কে দিয়েছিল। এবার সেটা সত্যি হল। ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন শাহরুখ খান। আর তা তিনি এবার নিজেই জানিয়ে দিয়েছেন। তবে ওটিটি দুনিয়ায় একটু অন্যভাবেই পা রাখছেন শাহরুখ।

শাহরুখ খান এবার বাকি ওটিটি অ্যাপগুলির সঙ্গে টক্কর দিতে নিজেই একটি ওটিটি অ্যাপ আনতে চলেছেন। এসআরকে প্লাস নামে ওই অ্যাপের কথা তিনি ট্যুইট করে জানিয়েও দিয়েছেন। কিছুটা হেঁয়ালি করেই তিনি নিজের সুপারহিট সিনেমার রেশ ধরে জানিয়েছেন, কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কি দুনিয়া মে।

শাহরুখের নতুন জুতোয় পা গলানোকে স্বাগত জানিয়েছেন বলিউডের আর এক সুপারস্টার সলমন খান। তিনি ট্যুইট করে শাহরুখকে অভিনন্দন জানিয়েছেন। মজা করে এও লিখেছেন আজ কি পার্টি তেরি তরফ সে।

শাহরুখের কাছে তাঁর নতুন প্রোজেক্টের জন্য পার্টি চেয়েছেন সলমন। এখন শাহরুখ খানের ওটিটি প্ল্যাটফর্মে তাঁকেই দেখা যাবে কিনা তা এখনও পরিস্কার নয়। যদিও অনেকে মনে করছেন নিজের ওটিটি অ্যাপের হাত ধরেই শাহরুখকে দেখা যাবে ওটিটির পর্দায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk