Entertainment

প্লাস্টিকে ঢাকা পড়ল শাহরুখ খানের গোটা বাংলো

শাহরুখ খানের বাংলো। নাম মন্নত। আপাতত সেই বাংলো প্লাস্টিকে ঢাকা পড়েছে। কেন এমনটা? প্রশ্ন সকলের।

Published by
News Desk

মুম্বই : বাণিজ্যনগরীর অনেকগুলি ঘোরার জায়গার একটি এখন বলিউড তারকাদের বাড়ি। সেই তালিকায় রয়েছে শাহরুখ খানের বাংলো মন্নত। বর্ধিষ্ণু বান্দ্রা এলাকায় সমুদ্রের সামনেই প্রায় শাহরুখের বাড়ি। সেখানে সারাক্ষণই তাঁর অনুরাগীদের আনাগোনা। সেলফি তোলা। সেই মন্নত এবার ঢেকে গেছে প্লাস্টিকের চাদরে। কিন্তু কেন? এটাই এখন বড় প্রশ্ন।

আসলে মুম্বই শহরে বর্ষা মানেই টানা একঘেয়ে বৃষ্টি। সেই একটানা বৃষ্টি যাতে বাংলোর জৌলুস নষ্ট না করতে পারে সেজন্য বর্ষায় ঢাকা হয়েছে মন্নতকে। প্লাস্টিক দিয়ে আটকানো হয়েছে বাংলোর সর্বত্র জলে জল হওয়া। কিন্তু সে কারণ অনেকের কাছেই পরিস্কার নয়। ফলে অনেকেই প্রশ্ন করেছেন নেট দুনিয়ায়।

প্রসঙ্গত শাহরুখ খান আপাতত বাড়িতেই দিন কাটাচ্ছেন। কোভিডের জন্য তো বটেই, তবে শাহরুখের দাবি তিনি গত দেড় বছর ধরেই বাড়িতে স্ত্রী গৌরি খানের সঙ্গে সময় কাটাচ্ছেন। ২০১৮ সালে শাহরুখকে শেষবার দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের ‘জিরো’ সিনেমায়। তারপর থেকে বড় পর্দায় আর দেখা যায়নি শাহরুখ খানকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts