Entertainment

তিনি সুপারস্টার নন, জানিয়ে দিলেন শাহরুখ খান

শাহরুখ আগেও ব্যঙ্গের ছলে উত্তর দিয়েছেন। তিনি লেখেন, ঠিক জানি না! প্রশ্নটা একজন সুপারস্টারকে করে দেখা যেতে পারে।

Published by
News Desk

তাঁর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল সাইটে কথা বলেন শাহরুখ খান। হ্যাশট্যাগ এএসকেএসআরকে-তে ট্যুইট করে শাহরুখকে নানা প্রশ্ন করেন তাঁর অনুরাগীরা। শাহরুখ উত্তর দেন।

সোমবার তেমনই কথাবার্তার সময় এক অনুরাগী প্রশ্ন লিখে পাঠান যে জীবনে একসময় উৎরাই আসেই। শাহরুখ একজন সুপারস্টার হিসাবে কী এবার সরে দাঁড়ানোর কথা ভাবছেন? এই প্রশ্নের উত্তরে শাহরুখ যে উত্তর দিয়েছে তা নেটিজেনদের মধ্যে বেশ হৈচৈ ফেলেছে।

শাহরুখ আগেও ব্যঙ্গের ছলে উত্তর দিয়েছেন। এই প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ঠিক জানি না! এই প্রশ্নটা একজন সুপারস্টারকে করে দেখা যেতে পারে। তিনি দুর্ভাগ্যবশত সুপারস্টার নন, তিনি রাজা!

প্রশ্নের উত্তরের মধ্যে শাহরুখ খান যে অনেক কিছু বলে গেলেন তা মেনে নিচ্ছেন নেটিজেনরা। শাহরুখ সরাসরি নিজেকে রাজাও বলে দিলেন। যদিও বলিউডে তাঁকে বাদশাই বলা হয়ে থাকে।

অনুরাগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শাহরুখ কেমন করে লকডাউনে কাটাচ্ছেন তাও জানিয়েছেন। তিনি জানিয়েছেন বাড়িতে পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। বিশেষত তাঁর ৩ সন্তানের সঙ্গে। সকলকেই দিনে ঘণ্টা দুয়েক করে সময় দিতে হয়। এমনকি তাদের খেলনাও পরিস্কার করছেন তিনি।

সেইসঙ্গে অনুরাগীদের করোনা মোকাবিলায় বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন শাহরুখ। পরিচ্ছন্নতার দিকে জোর দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts