Entertainment

কারা তাঁর সব স্বপ্ন পূরণ করেছেন, অবশেষে প্রকাশ্যে আনলেন শাহরুখ

Published by
News Desk

শাহরুখ খান নামটাই একটা ব্যানার। তাঁর নামে একসময়ে সিনেমা চলেছে। এখনও এই ৫৩ বছর বয়সেও জিরো-র মত সিনেমা দর্শকদের উপহার দিতে পারেন তিনি। সেজন্যই হয়ত তিনি শাহরুখ খান। দিল্লি থেকে বহু স্বপ্ন নিয়ে মুম্বইতে হাজির হওয়া শাহরুখ, আজকের শাহরুখ খান হয়ে উঠেছেন একে একে সাফল্যের সিঁড়ি পার করে। শাহরুখ খানের সেই স্বপ্ন পূরণ কীভাবে সম্ভব হল? কারা রয়েছেন এর নেপথ্যে? এ প্রশ্ন অনেকদিনের। কিন্তু তার উত্তর নিজের মধ্যেই লুকিয়ে রেখেছিলেন শাহরুখ খান। অবশেষে তা খোলসা করলেন।

ট্যুইট করে শাহরুখ জানিয়েছেন, তাঁর জীবনের সব স্বপ্ন পূরণ হয়েছে ২টি মানুষের জন্য। একজন করণ জোহর এবং অন্যজন আদিত্য চোপড়া। বলিউডের এই ২ পরিচালক-প্রযোজক তাঁর জীবনের সব স্বপ্নকে সাফল্য এনে দিয়েছে। সেকথা এখন এভাবে প্রকাশ্যে জানাচ্ছেন কেন শাহরুখ? সকলের মনের প্রশ্নকে নিয়েই প্রশ্ন রূপে তুলে ধরে শাহরুখ জানিয়েছেন, তিনি মনে করেন কারও জীবনের স্বপ্ন পূরণ হওয়ার চেয়েও অনেক বড় হল কাদের জন্য সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হল।

প্রসঙ্গত শাহরুখ খান করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’ সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে আদিত্য চোপড়া, যাঁকে শাহরুখ আদি নামে ডেকে থাকেন তাঁর ‘দিলওয়ালে দুলহানিয়া লে’, ‘যব তক হ্যায় জান’, ‘বীর-জারা’, ‘রব নে বানা দি জোড়ি’ সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts