Entertainment

‘শাহজাহান রিজেন্সি’-র প্রচারে তারকার মেলা

Published by
News Desk

সাহিত্যিক শংকরের অন্যতম সেরা উপন্যাস অবশ্যই ‘চৌরঙ্গী’। শহর কলকাতার এক অভিজাত হোটেলের পটভূমিকায় সেই লেখায় উঠে এসেছে হোটেলের অন্দরের নানা কাহিনী। এক হোটেল কর্মীর চোখ দিয়ে হোটেল ইন্ডাস্ট্রির বিভিন্ন পরত উঠে এসেছিল এই উপন্যাসে। যা বাঙালি মননকে নাড়া দিয়েছিল গভীরভাবে। সেই বিখ্যাত উপন্যাস অবলম্বনে আগেই তৈরি হয় বাংলা সিনেমা ‘চৌরঙ্গী’। উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী সহ বহু তৎকালীন তারকায় সমৃদ্ধ সেই সিনেমার পরিচালনা করেছিলেন পিনাকী ভূষণ মুখোপাধ্যায়। এবার সেই উপন্যাস অবলম্বনে আবার তৈরি হল সিনেমা। এবার নতুন মোড়কে। এবার পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। সিনেমার নাম অবশ্য উপন্যাসের নামে নয়। নাম দেওয়া হয়েছে ‘শাহজাহান রিজেন্সি’।

হালে এই সিনেমা নিয়ে একটি প্রচারে হাজির হয়েছিলেন স্বয়ং সাহিত্যিক শংকর। তাঁর উপন্যাস নিয়ে সিনেমা করায় সকলকে ধন্যবাদ জানান মণি শংকর মুখোপাধ্যায়। ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সকলকে এই সিনেমা দেখার জন্য আহ্বান জানান তিনি। ছিলেন এই সিনেমায় অভিনয় করা অঞ্জন দত্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকে। ছিলেন সুরকার অনুপম রায়ও।

নতুন মোড়কে চৌরঙ্গীকে সামনে আনার এই প্রচেষ্টায় ছাপ ফেলেছে আধুনিকতা। যথেষ্ট বলিষ্ঠ অভিনয় স্বস্তিকার। ছবির গঠনশৈলী ও সুর যথেষ্ট মনোগ্রাহী। যেটুকু ট্রেলারে দেখা গেছে তাতে সকলেই নিজের সেরা অভিনয়টা দেওয়ার চেষ্টা করেছেন।

Share
Published by
News Desk