Entertainment

বাড়ি ফিরলেন শাবানা আজমি

Published by
News Desk

তিনি বাড়ি ফিরেছেন। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাঁর আরোগ্য কামনা করে তাঁর অনুরাগীরা যে প্রার্থনা করেছেন তার জন্য তাঁদের ধন্যবাদও জানিয়েছেন। শেয়ার করেছেন নিজের একটি ছবিও। শনিবার এভাবেই হাসপাতাল থেকে তাঁর একটা বড় সময় পর বাড়ি ফেরার কথা সোশ্যাল সাইটে নিজেই জানালেন বলিউড অভিনেত্রী তথা সমাজকর্মী শাবানা আজমি। গত ১৮ জানুয়ারি দুর্ঘটনার কবলে পড়েন শাবানা। তারপর থেকেই হাসপাতালে ছিলেন তিনি।

শনিবার তিনি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালের চিকিৎসা বন্দোবস্ত নিয়েও প্রশংসা করেন। তিনি এজন্য ধন্যবাদ জানিয়ে লেখেন হাসপাতালের চিকিৎসক থেকে নার্সরা তাঁর যেভাবে খেয়াল রেখেছেন তারজন্য তিনি কৃতজ্ঞ। আপাতত বাড়ি ফিরেছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ নন। দ্রুত সেরে উঠছেন। তিনি যে বাড়ি ফিরতে চলেছেন তা অবশ্য আগেই জানিয়েছিলেন তাঁর স্বামী তথা কবি জাভেদ আখতার।

গত ১৮ জানুয়ারি শাবানা আজমির গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের কোলাপুর টোল প্লাজার কাছে দুর্ঘটনাটি ঘটে। শাবানার গাড়ি দুমড়ে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নবি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে আনা হয় কোকিলাবেন হাসপাতালে। সেখানেই এতদিন ভর্তি ছিলেন শাবানা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk