Categories: Kolkata

জয়পুরিয়া জটিলতা কাটাতে বৈঠক

Published by
News Desk

শিক্ষামন্ত্রী নিজে চাইছেন কলেজের দরজা খোলা হোক সোমবার থেকেই। চালু হোক স্বাভাবিক ক্লাস। কিন্তু বেশ কিছু বিষয় সমাধান না হওয়া পর্যন্ত কলেজ চালু করতে একেবারেই রাজি নন কলেজ কর্তৃপক্ষ। সেকথা জানিয়ে শনিবার উচ্চশিক্ষা দফতরে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। লাগাতার ছাত্র সংঘর্ষের জেরে নাজেহাল জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষ গত শুক্রবার কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার নোটিস ঝুলিয়ে দেন। তাঁদের দাবি, প্রায়দিন সন্ধে হলেই কলেজে মারামারি শুরু হয়। ছাত্রদের দুই গোষ্ঠী নিজেদের মধ্যে প্রবল মারামারি জুড়ে দেয়। সারাদিনেও মাঝে মধ্যেই ঝামেলা শুরু হয় তাদের মধ্যে। যার জেরে কলেজে ক্লাস করানো মুশকিল হয়ে পড়ে। যেসব ছাত্রছাত্রী পড়তে আসছে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই অবস্থা দীর্ঘদিন চলতে পারেনা। তাই অবস্থার স্থায়ী সমাধান করে কলেজে পড়াশোনার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস করাতে পারবেন না বলে সাফ জানিয়েছেন জয়পুরিয়া কলেজ কর্তৃপক্ষ। এই অবস্থায় উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকরা শনিবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি মেটাতে চাইছেন। সোমবার থেকে যাতে স্বাভাবিক নিয়মে ক্লাস চালু হতে পারে তাও নিশ্চিত করতে চাইছেন তাঁরা। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে কলেজে প্রায়শই সংঘর্ষ বাধে। অন্য ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। নষ্ট হয় কলেজের পড়াশোনার পরিবেশ।

Share
Published by
News Desk

Recent Posts