Sports

দিদিকে হারিয়ে চ্যাম্পিয়ন বোন, স্টেফির রেকর্ড ভেঙে ঝুলিতে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম

Published by
News Desk

ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনালে দুই বোনের লড়াই জমবে বলেই মনে করেছিলেন সকলে। কিন্তু ভেনাসের কাঁধের জোর যে সেরেনার চেয়ে কমেছে তা এদিন টেনিস কোর্টেই প্রকাশ পেয়ে গেল। ভেনাসকে দাঁড়াতেই দিলেন না সেরেনা। ৬-৪, ৬-৪ সেটে সহজ জয়ে আরও একটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব পকেটে পুরলেন তিনি। এই জয়ের ফলে তাঁর গ্র্যান্ড স্ল্যাম খেতাব দাঁড়াল ২৩টি। টপকে গেলেন সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্টেফি গ্রাফের রেকর্ড। আগামী রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলস ফাইনালে আরও দুই মহাতারকার লড়াই দেখার জন্য মুখিয়ে আছে বিশ্ব। রজার ফেডেরার বনাম রাফায়েল নাদাল।

 

Share
Published by
News Desk

Recent Posts