Categories: World

ফের কাফেতে গুলি, এবার সার্বিয়ায়

Published by
News Desk

এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৫ জনের। আহত ২০ জন। মৃতদের মধ্যে বন্দুকবাজের স্ত্রীও রয়েছেন। শনিবার সকালে সার্বিয়ার জিতিস্তে শহরের একটি কাফেতে ঢুকে আচমকাই তার স্ত্রীকে গুলি করে ওই ব্যক্তি। স্ত্রীয়ের পাশে থাকা আর এক মহিলাকেও গুলি করে হত্যা করে সে। তারপর শুরু করে কাফেতে উপস্থিত অন্যদের লক্ষ করে গুলিবর্ষণ। গুলি গেলে রক্তাক্ত অবস্থায় অনেকেই কাফের মেঝেতে লুটিয়ে পড়েন। তবে এর পিছনে কোনও জঙ্গি যোগ নেই বলেই মনে করছে সার্বিয়ার পুলিশ। নেহাতই সন্দেহ প্রবণতা থেকেই ওই ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছে তারা।

Share
Published by
News Desk