Sports

ফের রক্তাক্ত ফুটবল মাঠ, ১৭ জন হাসপাতালে

Published by
News Desk

ফের রক্তাক্ত হল ফুটবল। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে গত বুধবার রাতে ঘটনাটি ঘটে। সার্বিয়ান সুপার লিগের ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছিল পারজিয়ান ও রেড স্টার। কিন্তু ম্যাচের শেষের দিকে পারজিয়ান স্ট্যান্ডে কয়েকজন রেডস্টারের সমর্থক বসার জন্য এলে ঝামেলার সূত্রপাত হয়। কথা কাটাকাটি দ্রুত হাতাহাতিতে পৌঁছয়। সেই সময়ে স্টেডিয়ামের একাংশে আগুন ধরিয়ে দেন দু’দলের মারমুখী সমর্থকেরা। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই দুপক্ষে সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছয়।

আহত অনেকেরই গা বেয়ে রক্ত গড়াতে দেখা যায়। ১৭ জন গুরুতর আহত ফুটবল সমর্থককে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এদিকে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। যার হাত ধরে রেডস্টার লিগ শীর্ষে জায়গা করে নিয়েছে।

Share
Published by
News Desk