World

সেনেগালে ধর্মীয় অনুষ্ঠানে আগুন, পদপিষ্ট হয়ে মৃত ২০

Published by
News Desk

মুসলিম ধর্মীয় অনুষ্ঠানে আচমকা আগুন। আর তাতেই শুরু হয় প্রাণভয়ে ছোটাছুটি। যার ফল হয় মারাত্মক। সেনেগালে পদপিষ্ট হয়ে মারা গেলেন ২০ জন। আহত বহু। পুলিশ জানিয়েছে, তাম্বাকোউন্দা এলাকার মেদিনায় ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ ভিড় জমিয়েছিলেন। এই সময়েই হঠাৎ আগুন লাগে। আগুনে ২০ জন এতটাই ঝলসে যান যে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বহু পশুর দগ্ধ দেহও ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। আগুনে গোটা এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk