Entertainment

হাতে জুতো নিয়ে খালি পায়ে রেস্তোরাঁ থেকে বার হলেন জনপ্রিয় অভিনেত্রী

তাঁর হাতে জুতো ঝুলছে। খালি পা। সেই অবস্থায় রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলেন জনপ্রিয় অভিনেত্রী। এমন আজব কাণ্ড দেখে তাজ্জব আশপাশের লোকজন।

Published by
News Desk

তাঁর ৩১ তম জন্মদিন পালন করতে খুব কাছের কিছু মানুষের সঙ্গে রেস্তোরাঁয় রাতের খাবার খেতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী। গোলাপি রংয়ের মিনিড্রেসে হল্টার টাইপ টপে দারুণ মানিয়েছিল তাঁকে। তাঁকে আরও সুন্দর করে তুলেছিল গলায় জড়িয়ে থাকা একটি পালকের স্কার্ফ।

পায়ে ছিল একটি হাল ফ্যাশনের হিল জুতো। সব মিলিয়ে জন্মদিনে বার্থডে গার্লের সৌন্দর্য নজর কাড়ছিল সকলের। যে রেস্তোরাঁয় তিনি ডিনারে গিয়েছিলেন সেটি অত্যন্ত বর্ধিষ্ণু রেস্তোরাঁ। সদস্যপদ থাকা মানুষজনই সেই রেস্তোরাঁয় ঢোকার অনুমতি পান।

জন্মদিনে রেস্তোরাঁয় কাছের মানুষদের সঙ্গে ডিনার করতে যাওয়ার মধ্যে কোনও অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যখন তিনি রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলেন তখনই আশপাশের সকলে চমকে যান।

জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা সেলেনা গোমেজ তাঁর পায়ে থাকা হিল তোলা জুতোটি রেস্তোরাঁর দরজাতেই খুলে ফেলেন। তারপর সেই জুতো জোড়া হাতে ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নেমে গাড়ির দিকে এগিয়ে যান।

খালি পায়ে রাস্তায় এভাবে হেঁটে গাড়িতে উঠতে যাচ্ছেন সেলেনা গোমেজ, বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছিলেন না কেউ। জুতোই বা হাতে ঝোলানো কেন সেটাও ছিল রহস্যে মোড়া।

যদিও বিষয়টি পরে পরিস্কার হয়। ‘ওনলি মার্ডার্স ইন দ্যা বিল্ডিং’ বা ‘অ্যানাদার সিন্ডারেলা স্টোরি’ সিনেমা খ্যাত সেলেনা নিজের ভাল লাগা, স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। লোকে কি বলবে বা তাঁকে কেমন দেখতে লাগছে তা নিয়ে নয়।

সেলেনা গোমেজের আসলে হিল পরে অস্বস্তি হচ্ছিল হাঁটতে। তাই তিনি সেটি হাতে ঝুলিয়ে খালি পায়েই গাড়ি পর্যন্ত হেঁটে এসে গাড়িতে চড়েন। এছাড়া আর অন্য কোনও কারণ নেই জুতো হাতে নিয়ে খালি পায়ে হাঁটার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk