SciTech

মৃত্যুর পর কয়েক ঘণ্টায় আবার বেঁচে ওঠে এই গাছ

মৃত্যু মানে তো প্রাণের শেষ। তারপর তা আর ফিরে আসেনা। এটাই সত্য বলে জানেন সকলে। কিন্তু একটি গাছ রয়েছে যা মৃত্যুর পরও ফের বেঁচে ওঠে।

Published by
News Desk

মৃত্যুর পরও কি বেঁচে ওঠা সম্ভব! সকলেই এক বাক্যে মেনে নেবেন না সেটা সম্ভব নয়। এটা শাশ্বত সত্য। কিন্তু এমন একটি গাছ রয়েছে যা কার্যত মৃত্যুর পরও বেঁচে ওঠে। গাছ বেঁচে থাকার প্রধান শর্ত হল জল। জল না পেলে একটা সময় গাছ মরে যায়। কিছু গাছ আছে যারা জল ছাড়াও কিছুদিন বেঁচে থাকতে পারে।

মরুভূমিতে এমন গাছের দেখা পাওয়া যায়। কিন্তু এক প্রকার গাছ আছে যা মাসের পর মাস জল পায়না। এমন দিনও যায়। মাসের পর মাস জল না পাওয়ায় পুরো গাছটাই শুকিয়ে একটি বলের আকার নিয়ে কার্যত মারা যায়।

পাতাগুলি যায় মৃত গাছের পাতার মত ধূসর হয়ে। ডালপালা সব শুকিয়ে যায়। একটা গোল বলের মত মৃত গাছ হয়ে পড়ে থাকে সেটি। এরপর কয়েক মাস কেটে যায়। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর হয়তো কোনওভাবে তা আর্দ্রতার সংস্পর্শে আসতে পারল।

সেটা হলেই সকলে ম্যাজিক দেখেন ওই গাছে। এমনটা হলে অদ্ভুতভাবে ওই কার্যত মৃত গাছ যেন জীয়নকাঠির ছোঁয়ায় জীবিত হয়ে ওঠে। তাও আবার কয়েক ঘণ্টার মধ্যেই।

সকলকে অবাক করে আর্দ্রতার ছোঁয়া পেলে গাছটি মৃত অবস্থা থেকে কয়েক ঘণ্টার মধ্যে চাঙ্গা হয়ে ওঠে। পাতাগুলি ওই কয়েক ঘণ্টার মধ্যেই ধূসর থেকে আচমকা সবুজ হয়ে যায়। আর পাঁচটা তরতাজা গাছের মতই এই গাছগুলি সতেজ হয়ে মাথাচাড়া দেয়।

উত্তর ও দক্ষিণ আমেরিকার মরু অঞ্চলে এই গাছের দেখা পাওয়া যায়। এগুলি স্থানীয়ভাবে রোজ অফ জেরিকো নামে পরিচিত। অনেকে একে ডাইনোসর গাছও বলে থাকেন। এমন মৃত্যু থেকে বেঁচে ওঠা গাছ স্থানীয়দেরও অবাক করে দেয়।

Share
Published by
News Desk