Feature

পৃথিবীর সবচেয়ে কম সময়ের বিমান যাত্রা কোনটি, দেড় মিনিটেই পৌঁছয় গন্তব্যে

বিমানে ওঠার পর গন্তব্যে পৌঁছতে একটা সময় লাগে। তবে সেটা যতই কম হোক নিশ্চয় দেড় মিনিট নয়। কিন্তু এমন একটি রুটও রয়েছে এই পৃথিবীতে।

Published by
News Desk

বিমানেই সবচেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তাই দ্রুত কোথাও পৌঁছতে চাইলে বিমান সবচেয়ে ভাল গণ পরিবহণ। আবার বিদেশে পৌঁছনোর জন্য বিমানই ভরসা। বিমানে দ্রুত হয় ঠিকই, কিন্তু তার পরেও একটা সময় তো লাগেই।

চড়ুন বা না চডুন, বিমানে কেমন সময় গন্তব্যে পৌঁছতে লাগতে পারে সে সম্বন্ধে একটা ধারনা কমবেশি সকলেরই আছে। তাঁদের সকলেরই এই তথ্য বিশ্বাস করতে সময় লাগবে।

পৃথিবীতে এমনও একটি বিমান রুট রয়েছে যেখানে গন্তব্যে পৌঁছতে মাত্র দেড় মিনিট সময় লাগে। মানে বিমানে ওঠার পর দেড় মিনিটেই অবতরণ করবে বিমান। যাত্রীরা পৌঁছে যাবেন তাঁদের গন্তব্যে। এটাই পৃথিবীর সবচেয়ে কম সময়ের বিমান যাত্রা।

স্কটল্যান্ডের ওয়েস্টরে থেকে পাপা ওয়েস্টরে রুটে যাতায়াত করে এই বিমান। স্কটিশ বিমান সংস্থা লোগানএয়ার এই বিমান রুটটি চালায়। ২টি দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য এই বিমান রুটটি ব্যবহৃত হয়।

বিমানটি উড়ানে ২.৭ কিলোমিটার পথ অতিক্রম করে। উড়তে লাগে ১ মিনিট। হাওয়া ভাল থাকলে তার চেয়েও কম। ওঠা এবং নামা নিয়ে মোট লাগে দেড় মিনিট।

এই রুটে কিন্তু যাত্রীদের যাতায়াত লেগে থাকে। নৌকাতেও এই ২টি দ্বীপের মধ্যে যাতায়াত করা যায়। তবে নৌকায় এই পথ অতিক্রম করতে মোটামুটি ২০ মিনিট সময় লাগে। যা বিমানে লাগে মাত্র দেড় মিনিট।

Share
Published by
News Desk

Recent Posts