World

২ দিনের জন্য বেকারিতে তালা ঝুলিয়ে দিল কাঠবিড়ালি

একটি কাঠবিড়ালি যে এমন কাণ্ড ঘটাতে পারে তা ভাবতেও পারেননি বেকারির মালিক। ২ দিনের জন্য দোকানে তালা ঝুলিয়ে দিল ওই কাঠবিড়ালি।

Published by
News Desk

একটি কাঠবিড়ালি যে এমন পরিস্থিতি তৈরি করবে তা ভাবতেও পারেননি বেকারির মালিক। কিন্তু কিছু করারও ছিলনা। মনে হতেই পারে যে কাঠবিড়ালি একটা ছোট্ট প্রাণি। তার জন্য একটা বিশাল দোকান বন্ধ করার কি দরকার পড়ল?

কাঠবিড়ালিটি ১ দিন আগেই দোকানের ছাদে উঠে লুকিয়ে ছিল। তা কেউ জানতেও পারেননি। অবশেষে যখন জানা গেল তখন ১ দিন কেটে গেছে।

জানার পরই সোমবার থেকে দোকানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মালিক। বিশেষজ্ঞদের পরামর্শে তিনি তাঁর দোকান বন্ধ রেখে কেবল একটি রাস্তা খোলা রাখেন। যাতে কাঠবিড়ালিটি ওই পথ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সারাদিন অপেক্ষা করেও কিছু হয়নি। কাঠবিড়ালি যাওয়ার পাত্র নয়। ফলে সে উদ্যোগ বিফলে যায়।

মঙ্গলবারও দোকান বন্ধ রেখে বনকর্মীদের খবর দেওয়া হয়। তাঁরা এসে কাঠবিড়ালিটিকে বার করে আনার উদ্যোগ নেন।

স্কটল্যান্ডের গ্রেগস বেকারির যথেষ্ট সুনাম রয়েছে। সেই বেকারিতে কাঠবিড়ালি তাড়াতে গিয়ে ২ দিন তালা পড়ে গেল। যে কাঠবিড়ালিটি ঢুকেছিল তা লাল কাঠবিড়ালি। যার শিকার করা বা ধরে রাখা স্কটল্যান্ডে নিষিদ্ধ।

বেকারির মালিক কাঠবিড়ালিটি থাকা অবস্থায় দোকান খোলায় নারাজ ছিলেন কারণ তা কখনও ক্রেতাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। দ্বিতীয় কাঠবিড়ালি খাবার খেয়ে নিতে পারে। এদিকে কাঠবিড়ালির জন্য একটি দোকান ২ দিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়ে আশপাশে।

Share
Published by
News Desk
Tags: Scotland

Recent Posts