Sports

এশিয়ান গেমসের পর ফের সোনা, বিশ্বপর্যায়ে সোনার ছেলে সৌরভ

Published by
News Desk

এশিয়ান গেমসে সোনা জিতে সকলকে চমকে দিয়েছিলেন ১৬ বছরের কিশোর। নাম সৌরভ চৌধুরি। আশ্চর্য তাঁর লক্ষ্যভেদ। কিশোর সৌরভের লক্ষ্যভেদে ভারতের ঘরে এসেছে একটি স্বর্ণপদক। তবে সেটা ছিল এশিয়ার দেশগুলির মধ্যে লড়াই। কিন্তু একলব্য, অর্জুনের দেশের ছেলে যে এতেই আটকে থাকার নয় তার প্রমাণ মিলল কয়েক দিনের ব্যবধানে।

চাংওতে বিশ্ব জুনিয়র পর্যায়ের লড়াইতেও তিনি সমান সাফল্য দেখালেন। ১০ মিটার এয়ার পিস্তলে বিশ্ব সেরা হয়ে ভারতকে এনে দিলেন বিরল সম্মান। ফের পেলেন স্বর্ণপদক। এদিন তিনি তাঁর নিজের রেকর্ডই ভেঙে দিয়েছেন। সৌরভের রেকর্ড ছিল ২৪৩.৭ পয়েন্ট। এদিন তা ভেঙে সৌরভ পান ২৪৫.৫ পয়েন্ট। শুধু তাই নয়, সৌরভ বিশ্ব জুনিয়রে এদিন যে স্কোর করলেন তা এখনও পর্যন্ত বিশ্ব সিনিয়র গ্রুপেও কারও নেই। রেকর্ড রয়েছে ২৪৩.৬ পয়েন্টের। যা সৌরভের আগের রেকর্ডের চেয়েও দশমিক ১ কম ছিল। এবার আরও বড় স্কোর করে বিশ্বের সিনিয়র গ্রুপেও যে তিনি সেরা হতে চলেছেন তার ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার – @ISSF_Shooting)

Share
Published by
News Desk

Recent Posts