Sports

বিশ্বকাপে সোনা জিতলেন ১৬ বছরের সৌরভ

Published by
News Desk

বিশ্বকাপের আসর থেকে সোনা জেতা অবশ্যই ভারতের জন্য গর্বের। আর দেশকে সেই সম্মানটাই এনে দিলেন ১৬ বছরের আশ্চর্য শ্যুটার সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়ার পিস্তল ক্যাটাগরি থেকে এদিন সোনা জেতেন সৌরভ। ফাইনালে তাঁর স্কোর হয় ২৪৫। যা বিশ্ব পর্যায়ে একটি নতুন রেকর্ডও গড়ল। এই সাফল্যের সঙ্গে ভারতের হয়ে ২০২০ অলিম্পিকের আসরে প্রতিদ্বন্দ্বিতা করার ছাড়পত্র পেয়ে গেলেন সৌরভ।

আইএসএসএফ ওয়ার্ল্ড কাপের এই আসরে এদিন সৌরভ সোনা জিতলেও এটা কিন্তু ভারতের এই আসর থেকে প্রথম সোনা নয়। প্রথম সোনা এসেছে আগেই। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ক্যাটাগরি থেকে ভারতের অপূর্বী চান্দেলা ইতিমধ্যেই সোনা জিতেছেন। সৌরভের হাত ধরে এদিন ভারতের ঘরে এল দ্বিতীয় সোনা।

বিশ্বকাপে সোনা জিতলেন সৌরভ চৌধুরি, ছবি – আইএএনএস

এদিনের সাফল্যের পর সৌরভ এখন বিশ্ব পর্যায়ের জুনিয়র ও সিনিয়র ২ বিভাগেই রেকর্ড হোল্ডার। এদিন তাঁর ইভেন্টে রূপো জিতেছেন সার্বিয়ার দামির (২৩৯ পয়েন্ট) ও ব্রোঞ্জ জিতেছেন চিনের প্যাং ওয়ে (২১৫ পয়েন্ট)।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts