তীব্র গরম আর বালির দেশে হচ্ছে প্রবল তুষারপাত, আশ্চর্য বললেও কম বলা হবে
এ দেশ কোনও ঠান্ডার দেশ নয়। বরং তীব্র গরম আর ধুধু বালির প্রান্তরের দেশ বলেই বিখ্যাত। সেই দেশ এখন ঢেকেছে বরফের চাদরে। হচ্ছে প্রবল তুষারপাত।
বিশ্বের কোন দেশের কেমন আবহাওয়া, সেখানে কেমন আবহাওয়া পাওয়া যায়, সে সম্বন্ধে সকলেরই একটা ধারনা আছে। মানুষ জানেন কোথায় গেলে তুষারপাতের আনন্দ উপভোগ করা যায়। কোথায় গেলে পাওয়া যায় ধুধু মরুভূমি।
রাজস্থানে যাওয়ার সময় যেমন মানুষ জানেন তাঁরা বরফ দেখতে যাচ্ছেন না, তেমনই কাশ্মীর যাওয়ার সময় কেউ ভাবেন না তাঁরা সেখানে মরুভূমি দেখতে যাচ্ছেন। কিন্তু আবহাওয়া যেভাবে তার মর্জি বদল করছে তাতে সেটাও সম্ভব হয়ে যেতে পারে।
প্রবল গরম আর মরুভূমির দেশ বলে খ্যাত সৌদি আরব। কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে অনন্ত মরুভূমির এ দেশে যে এভাবে তুষারপাত হতে পারে সেটা কেউ ভাবতে পারেননি। কিন্তু সেটাই হয়েছে। সৌদি আরবের মরুভূমি এখন ছেয়ে গেছে বরফের চাদরে।
চারধার ধবধব করছে সাদা। বালির ওপর স্বচ্ছন্দে ঘুরে বেড়ানো উটেরা এখন বরফের ওপর দিয়ে হাঁটছে। যা তাদেরও হতবাক করে দিয়েছে। এমন আবহাওয়ার সঙ্গে তারা অভ্যস্ত নয়। সৌদি আরবের মত বালি আর মরুভূমির দেশে যে বরফের ওপর উইন্টার ক্যাম্প দেখা যাবে সেটাও হয়তো কেউ ভাবেননি। সেটাই এখন দেখা যাচ্ছে। সেখানে অনেকে বরফ নিয়ে খেলাও করছেন।
সৌদি আরবে শীতকালে বালির প্রান্তরে পারদ মাইনাসে পৌঁছয়। তবে সেটা বালির রাজ্যে যেমন ঠান্ডা হয়ে যায় তেমনটাই। তুষারপাতের ঠান্ডা নয়। এবার সেই তুষারপাত দেখতে পাওয়া যাচ্ছে। হিসাব বলছে ৩০ বছর আগে এখানে তুষার দেখা গিয়েছিল। তারপর এ বছর সেটা দেখা গেল।
বিশ্ব উষ্ণায়নের জেরে আবহাওয়া যে ক্রমশ খামখেয়ালির চরমে পৌঁছচ্ছে তা অনেকটাই স্পষ্ট আবহবিদদের কাছে। তাই বরফের দেশে শীতে তরতর করে চড়ছে পারদ। আর বালি মরুভূমির দেশে এত তুষারপাত হচ্ছে যে বরফের পুরু চাদরে ঢেকে যাচ্ছে চারধার।













