World

মুখ পুড়ল পাকিস্তানের, ৫৬ হাজার পাকিস্তানিকে ভিক্ষা করায় দেশ ছাড়া করল সৌদি আরব

বিশ্বজুড়ে নাক কাটা গেল পাকিস্তানের। ভিক্ষা করার জন্য ৫৬ হাজার পাকিস্তানি নাগরিককে সৌদি আরব তাদের দেশ থেকে বার করে দিল।

কিছুদিন আগেই ভিক্ষা করা এবং অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। সে ঘটনার পর পাকিস্তানের মুখ পুড়েছিল। এবার সৌদি আরব পাকিস্তানের প্রায় ৫৬ হাজার নাগরিককে তাদের দেশ থেকে বার করে দিল।

এঁরা সকলে ভিক্ষাবৃত্তি অবলম্বন করায় এই পদক্ষেপ করল সৌদি আরব। সৌদি আরবে রয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের ২টি পবিত্র তীর্থ মক্কা ও মদিনা। এই ২ জায়গা থেকেই সব পাক নাগরিককে ভিক্ষারত অবস্থায় পায় সৌদি প্রশাসন। তারপরই তারা কড়া পদক্ষেপের পথে হাঁটে।

পাকিস্তান থেকে অনেকে এসব দেশে পাড়ি দিচ্ছিলেন। এঁরা যে কারণ দেখিয়েই সেখানে হাজির হন না কেন, সেখানে পৌঁছে ভিক্ষা করার কাজে লিপ্ত হচ্ছিলেন। এমনকি এঁদের ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত করতে একটি চক্র সক্রিয় ছিল বলেই জানা যাচ্ছে।

এভাবে যে তাদের দেশের নাগরিকদের সৌদি আরব থেকে বার করে দেওয়া হয়েছে সে তথ্য পাকিস্তান সরকারই সামনে এনেছে। যা বাস্তবে পাকিস্তানকে লজ্জিত করেছে বিশ্বজুড়ে।

এভাবে বিশ্বজুড়ে মুখ পোড়ার পর এবার পাক সরকার মুখ রক্ষা করতে নিজের দেশের নাগরিকদেরই নো ফ্লাই তালিকায় যুক্ত করছে। একটি এক্সিট কন্ট্রোল তালিকা তৈরি করে সন্দেহজনকদের পাকিস্তান থেকে উড়তেই দিচ্ছে না পাকিস্তান সরকার।

এভাবে বিদেশে ভিক্ষা করতে যাওয়া আটকানোর পথে হাঁটার চেষ্টা করছে তারা। তবে এভাবে দেশের অনেক মানুষের অন্য দেশে ভিক্ষা করতে যাওয়া দেশের অর্থনৈতিক দুর্দশাকে আরও প্রকট করে তুলে ধরল বিশ্বের সামনে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *