দেশে একটাই মদের দোকান, তাও আবার চাইলেই কেনা যাবেনা, দেখাতে হবে কাগজ
একটি দেশে একটাই মাত্র মদের দোকান রয়েছে। যা নিয়ে বিতর্কও অনেক। আবার মদের দোকান আছে বলেই যে কেউ মদ কিনতে পারবেননা।
মদ্যপান অনেক দেশের মানুষই করে থাকেন। সে মদ দোকান থেকে কিনে আনতে হয়। যেমন অন্যান্য জিনিস কিনতে হয়। কিন্তু মদের দোকান সামনে দেখলেও মদ কিনব বললেই কেনা যায়না একটি দেশে।
ভারত থেকে খুব দূরে নয় এ দেশ। সেখানে দেশে মাত্র ১টি মদের দোকান রয়েছে। সেখানে মদের সঠিক দাম দিয়ে কিনতে চাইলেও যে কেউ মদ কিনতে পারবেননা। তাঁদের শর্ত মানতে হবে। তবেই মিলবে বোতল।
তাও এই একটি মাত্র মদের দোকানটিও ছিলনা। গতবছরই তা তৈরি হয়েছে। যা প্রাথমিকভাবে করা হয়েছিল বিদেশি কূটনীতিকদের কথা মাথায় রেখে। তবে এখন নিয়ম আরও কিছুটা সরল করা হয়েছে।
এখানে বিদেশ থেকে আসা উঁচু পদে কর্মরত এবং মাসিক মাইনে ৫০ হাজার রিয়াল, যা ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ টাকার বেশি, এমন মানুষজনকে এই মদের দোকান থেকে মদ কিনতে দেওয়া হবে।
তবে তার আগে ক্রেতার ইন্টারভিউ নেবেন দোকানের নির্দিষ্ট ব্যক্তি। জানতে চাইবেন তাঁর সম্বন্ধে। এমনকি তাঁর মাইনের প্রমাণপত্রও দেখাতে হবে দোকানে। সব শর্ত পূরণ হলে তবেই ক্রেতা মদ কিনতে পারবেন।
দেশটি সৌদি আরব। যেখানে মদের দোকানের ওপর ৭০ বছরেরও বেশি সময়ের নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। দেশে একটিমাত্র মদের দোকান তৈরি হয়েছে। যা তৈরি হয়েছে রিয়াধে।
আগামী দিনে বিদেশি প্রতিভাদের কর্মসূত্রে এ দেশে আনা এবং পর্যটকদের আরও বেশি করে সৌদি আরবে ঘুরতে আসায় উৎসাহ দিতেই এই নতুন পদক্ষেপ। যা আবার ওই দেশেই যথেষ্ট সমালোচিত হচ্ছে।













