World

রাস্তা নয়, তৈরি হচ্ছে ১ কিলোমিটার উঁচু অট্টালিকা, বুর্জ খলিফাও যার পাশে ছোট

এখন যাঁদের বুর্জ খলিফার চুড়ো দেখতে গিয়ে ঘাড়ে ব্যথা হয়ে যায়, তাঁরা এই অট্টালিকা নির্মাণের পর কি বলবেন জানা নেই। কারণ এটি হবে ১ কিলোমিটার উঁচু।

কিলোমিটার দিয়ে এতদিন রাস্তা মাপা হয়ে এসেছে। বাড়ির উচ্চতা কখনও মাপা হয়নি। কারণ কিলোমিটার দিয়ে মাপতে হবে এমন বাড়িই কখনও তৈরি হয়নি। বিশ্বের সর্বোচ্চ বাড়ি এখন বুর্জ খলিফা। দুবাই শহরের এই অট্টালিকার উচ্চতা ৮৩০ মিটারের মত।

এটি দেখতে গিয়ে অনেকেই নিচে দাঁড়িয়ে ঘাড় উঁচু করেও চুড়ো দেখতে পান না। ঘাড়ে ব্যথা করে। তবে যাঁদের এমন হয় তাঁরা আগামী দিনে কি করবেন জানা নেই। কারণ বুর্জ খলিফাকেও অনেক ছোট মনে হবে এই বাড়িটি তৈরি সম্পূর্ণ হলে।

এখন পুরোদমে এই বাড়ির নির্মাণকাজ চলছে। সৌদি আরবের জেড্ডায় জেড্ডা টাওয়ার তৈরির কাজ কিন্তু দ্রুত এগোচ্ছে। যা ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা।

মাঝে অনেকদিন বন্ধ থাকার পর এখন যে গতিতে কাজ এগোচ্ছে তাতে সঠিক সময়েই বিশ্বের এই অন্যতম আশ্চর্য তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

জেড্ডা টাওয়ারটি বিশ্বের প্রথম এমন অট্টালিকা হতে চলেছে যা লম্বায় ১ কিলোমিটার। কিলোমিটার সমান বাড়ি এখনও এ পৃথিবীর কেউ দেখেননি। পরিকল্পনা অনুযায়ী এই বাড়িটিতে ১৬৭টি তলা তৈরি হবে।

মোট ৫৮টি লিফট তৈরি করা হচ্ছে। আদ্রিয়ান স্মিথ নামে এক স্থপতি এই বাড়িটি তৈরির কাজ করছেন। এটি তৈরি হলে জেড্ডা কেবল এই বাড়িটিকে সামনে রেখেই পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *