World

মহিলা সাংবাদিককে অভব্য স্পর্শ করে আত্মপ্রকাশেই বিতর্কে পুরুষ রোবট

পুরুষ রোবটের কাণ্ড দেখে থ হয়ে গেলেন অনেকে। এই প্রথম তাকে সকলে দেখলেন। আর সেই আত্মপ্রকাশের দিনেই এক মহিলা সাংবাদিককে অভব্য স্পর্শ করে বসল সে।

Published by
News Desk

যদিও যন্ত্র তবু সে পুরুষরূপী রোবট। সৌদি আরবের প্রথম পুরুষ রোবট। যার আত্মপ্রকাশ অনুষ্ঠানে সে যা করল তা দুনিয়া জুড়ে বিতর্কের ঝড় তুলেছে। কেউ মনে করছেন রোবটটিকে ওটাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কারও মতে, বিকৃত মানসিকতার রোবট।

কেউ বিশ্বাসই করতে পারছেন না একটা রোবটও মহিলাদের সঙ্গে এমন নোংরা আচরণ করতে পারে। আত্মপ্রকাশের সময় ওই রোবটটির পাশে দাঁড়িয়ে নিজের সংবাদমাধ্যমের বুম-এ বক্তব্য রাখছিলেন ওই মহিলা সাংবাদিক।

একটি ফুটেজ এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ওই মহিলার পাশে সৌদি আরবের পুরুষদের চেনা পোশাকে দাঁড়িয়ে থাকা রোবটটি তার ডান দিকে দাঁড়ানো মহিলা সাংবাদিকের পিছন দিকে তার হাতটি তুলে নিয়ে যাচ্ছে।

তারপর সে হাত দিয়ে একটি স্পর্শ করে। যে ছোঁয়ায় ওই মহিলা সাংবাদিকও ঘুরে তাকান রোবটের দিকে। নিজের হাত তুলে থামানোর মত করেন।

হয়তো ওই মহিলা বিশ্বাসই করতে পারছিলেননা এমনটা তাঁর সঙ্গে করেছে একটি রোবট! অথবা এটা বুঝে উঠতে পারছিলেননা এক্ষেত্রে তাঁর প্রতিবাদে চেঁচিয়ে ওঠা উচিত কিনা।

তবে মহিলা সাংবাদিক এরপরও তাঁর কাজ চালিয়ে যান। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় ওঠে সমাজ মাধ্যমে। কেউই বিষয়টি ভাল চোখে নেননি। তার মধ্যেও ২-১ জন বিষয়টিকে একটি যান্ত্রিক ত্রুটি বলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।

কারণ একটি যন্ত্রের পক্ষে এ স্পর্শের মানে বোঝা সম্ভব নয়। তবে গত ৪ মার্চ হওয়া ঘটনাটি বিশ্বজুড়ে তাবড় সংবাদমাধ্যমে খবর হতে সময় নেয়নি।

Share
Published by
News Desk
Tags: Saudi Arabia

Recent Posts