World

মুকুট হারাচ্ছে বুর্জ খলিফা, বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ি আর থাকছে না

দুবাইয়ের বুর্জ খলিফা কেবল একটি উঁচু বাড়ি নয়, একটি পর্যটনস্থল। বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ি দেখতে ভিড় জমান পর্যটকেরা। তবে সে সম্মান আর থাকছে না বুর্জ খলিফার।

Published by
News Desk

দুবাইয়ের বুর্জ খলিফা হল বিশ্বের সর্বোচ্চ বাড়ি। সবচেয়ে উঁচু সে বাড়ি দেখতে সারাবছর মানুষের ভিড় জমে বুর্জ খলিফার সামনে। ২০০৪ সালে এই বাড়ি তৈরির কাজ শুরু হয়। ২০১০ সালের ৪ জানুয়ারি বুর্জ খলিফার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সেই থেকেই এই অট্টালিকা বিশ্বের সবচেয়ে লম্বা বাড়ি। যেখানে রয়েছে ১৫৪টি তলা।

বুর্জ খলিফায় যেমন বিলাসবহুল থাকার ব্যবস্থা রয়েছে, তেমন রয়েছে ব্যবসায়িক সুবিধা। ১৪ বছর ধরে বুর্জ খলিফাই বিশ্বের সর্বোচ্চ বাড়ির তকমা ধরে রেখেছে।

কিন্তু সে পালক আর বেশিদিন তার মুকুটে থাকছে না। বুর্জ খলিফার থেকেও প্রায় ১৫০ মিটার বেশি উঁচু হতে চলেছে সৌদি আরবের জেড্ডা টাওয়ার। যার নির্মাণকাজ চলছে।

এই জেড্ডা টাওয়ারকে কিংডম টাওয়ার বলেও ডাকা হচ্ছে। এটি তৈরি হয়ে গেলে এই বাড়িই বিশ্বের সবচেয়ে লম্বা বাড়ি হতে চলেছে। যার উচ্চতা হবে ১ হাজার মিটার।

তারমানে বাড়িটি লম্বায় ১ কিলোমিটার হতে চলেছে। অবশ্যই স্থাপত্যের এক অনুপম নিদর্শন হতে চলেছে এই বাড়ি। ১ হাজার মিটারের একটি বাড়িকে মাথা তুলে দাঁড় করানো সহজ কথা নয়। এখানেই প্রযুক্তির ম্যাজিক দেখতে পাওয়া যাবে।

সেই সঙ্গে কিংডম টাওয়ার কেড়ে নেবে বুর্জ খলিফার বিরল সম্মান। তবে এতদিনে বুর্জ খলিফা এক মিথে রূপান্তরিত হয়েছে। যার নাম ধরে গান পর্যন্ত তৈরি হয়েছে। এখন কিংডম টাওয়ার তৈরি না হওয়া পর্যন্ত বুর্জ খলিফা তার সবচেয়ে লম্বা বাড়ির তকমা ধরে রাখছে।

Share
Published by
News Desk

Recent Posts