Categories: World

সৌদি বিমান হানায় মৃত ৪১

Published by
News Desk

ফের সৌদি বিমান হানায় সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটল ইয়েমেনে। ইয়েমেন সরকারের দাবি, বিমান হানায় ৪১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহত ৭৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ইয়েমেনের হাজা শহরে বিমান হানা চালায় সৌদি সেনা।

ইয়েমেনে হুথি জঙ্গিদের দৌরাত্ম্যে কিছুটা স্বতঃপ্রণোদিত হয়েই ইয়েমেন বিমান হানা চালিয়ে আসছে সৌদি সেনা। কিন্তু প্রথম থেকেই সৌদি হানায় ইয়েমেনের সাধারণ মানুষের প্রাণ যাচ্ছিল বলে জানিয়ে আসছিল ইয়েমেন প্রশাসন। সৌদি হানা বন্ধেরও দাবি জানায় ইয়েমেন। যদিও তাতে সৌদি প্রশাসন কর্ণপাত করেনি। এদিকে সৌদি বিমান হানায় হাজা শহরের একটা বড় অংশ তছনছ হয়ে গেছে।

Share
Published by
News Desk

Recent Posts