Entertainment

এবার লন্ডনে ‘কাটাপ্পা’

Published by
News Desk

২০১৫ সালে বড় পর্দা কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী: দ্যা বিগিনিং’। বাহুবলীকে কাটাপ্পা কেন মারলেন? এই প্রশ্ন তোলপাড় করে তুলেছিল চলচ্চিত্র জগতকে। ২ বছর পর ২০১৭-য় মেলে সেই প্রশ্নের উত্তর। রাজবংশের প্রতি আনুগত্য থেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন কাটাপ্পা। প্রিয় অমরেন্দ্র বাহুবলীকে নিজে হাতে খুন করেন পরম বিশ্বাসী সেনাপতি কাটাপ্পাই। ‘বাহুবলী: দ্যা কনক্লুশন’-এ নিজের পাপের প্রায়শ্চিত্তও করেন তিনি। কাটাপ্পা ও মহেন্দ্র বাহুবলীর যুগলবন্দিতে ফের তৈরি হয় ইতিহাস।

একদিকে ন্যায়বান, নির্ভীক, প্রজাদরদী রাজার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন প্রভাস। তার জেরে ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে জায়গা করে নেয় দক্ষিণী সুপারস্টারের মোমের মূর্তি। অন্যদিকে চোখে জল এনে দেওয়া অভিনয়ের জোরে সমালোচকদের মন জয় করে নেন কাটাপ্পা। বাস্তবে যিনি দক্ষিণ ভারতের তামিল ফিল্ম জগতের পরিচিত মুখ সত্যরাজ। ‘কাটাপ্পা’-র সৌজন্যে গোটা বিশ্বে জুড়েই বেড়েছে সত্যরাজের অনুরাগীর সংখ্যা। সেই সত্যরাজ এবার ‘কাটাপ্পা’ বেশে ঠাঁই পেতে চলেছেন লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। এমন সুখবরে কার্যতই খুশির হাওয়া বইছে সমগ্র তামিল ফিল্ম জগতে। প্রথম দক্ষিণী অভিনেতা হিসেবে এত বড় মাপের সম্মান পেতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর সেই সাফল্যে সত্যরাজকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন তাঁর সতীর্থরা।

Share
Published by
News Desk