Feature

অন্য অনেক দেশেও ধুমধাম করে সরস্বতী পুজো পালিত হয়, রইল সেসব দেশের নাম

ভারতে তো সরস্বতী পুজো হয়। কিন্তু ভারতের বাইরেও ধুমধাম করে সরস্বতী পুজোর চল রয়েছে। সেসব দেশের তালিকা নেহাত ছোট নয়।

Published by
News Desk

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। যা বসন্ত পঞ্চমী হিসাবেই সকলের কাছে পরিচিত। দিনটা ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে তো বটেই। এদিন সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনা।

এ দিনটা সারা বাংলা মেতে ওঠে পলাশপ্রিয়ার আরাধনায়। ছাত্রছাত্রীদের কাছে এই পুজোর গুরুত্বই আলাদা। ভারতের বিভিন্ন প্রান্তেই সরস্বতী পুজো পালিত হয় ধুমধাম করে।

তবে সরস্বতী পুজো মানেই ভারত নয়। ভারতের বাইরেও এমন অনেক দেশ রয়েছে যেখানে এই দিনটা সমান উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়। সে তালিকা খুব ছোট নয়।

ভারতের বাইরে নেপালে পালিত হয় সরস্বতী পুজো। সেখানেও দিনটার আলাদাই মাহাত্ম্য। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সরস্বতী পুজো বড় করে পালিত হয়। অনেকেই পুজোয় মেতে ওঠেন। সেখানে দেবী সরস্বতী পূজিতা হন ‘হরি রায়া সরস্বতী’ নামে।

মায়ানমারেও সরস্বতী পুজোর চল রয়েছে। সেখানে মা সরস্বতী ‘থুরাথাডি’ নামে পূজিতা হন। কম্বোডিয়াতেও একইভাবে বাগদেবীর আরাধনা হয় এদিন। থাইল্যান্ডে আবার দেবী সরস্বতী পরিচিত ‘সুরাতস্বদী’ নামে। থাইল্যান্ড জুড়েও এই পুজোর বিশেষ গুরুত্ব।

জাপানে আবার বিদ্যার দেবী পূজিতা হন অন্য নামে। সেখানে তিনি ‘বেঞ্জাইতেন’। এই নামেই ধুমধাম করে জাপানে সরস্বতী পুজো হয়। তিব্বতেও সরস্বতী পুজোর চল রয়েছে। তিব্বতে দেবী ‘ইয়াং চেন মা’ নামে পরিচিতা।

শুধু হিন্দু বলেই নয়, সরস্বতী পুজোর চল রয়েছে শিখ এবং জৈন ধর্মাবলম্বীদের মধ্যেও। বাংলাদেশেও অনেক পরিবারে সরস্বতী পুজো হয়।

Share
Published by
News Desk

Recent Posts