Entertainment

প্রবল গরমে অটোয় করে শরীরচর্চায় গেলেন সারা আলি খান

Published by
News Desk

স্বপ্ন নগরী মুম্বই। এ শহরে কথায় কথায় বাস পাওয়া যায়না। আমজনতার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অন্যতম যান অটো। কিন্তু এই গরমে অটোয় যাত্রাটা মোটেও সুখের নয়। আর তাঁদের জন্য তো নয়ই, যাঁরা জীবনটাই কাটিয়েছেন ভোগবিলাসে। কিন্তু সেখানেও হয়ত মাঝে মধ্যে একঘেয়েমি আসে। তাই স্বাদ বদলাতে কারও কাছে জয় রাইড হয়ে ওঠে অটোয় গন্তব্যে যাওয়া। যেমন হল বলিউড তারকা তথা রাজ পরিবারের মেয়ে সারা আলি খানের ক্ষেত্রে।

বাড়িতে গাড়ির আস্তাবল রয়েছে। সারি করে গাড়ি দাঁড়িয়ে থাকে। চাইলেই গাড়িতে গন্তব্যে পৌঁছতে পারেন তিনি। তবু মাঝেমধ্যে তাঁর বোধহয় স্বাদ বদলানোর ইচ্ছে জন্মায়। যেমনটা হল হালে। সারা আলি খান ও বিখ্যাত স্টাইলিস্ট তানিয়া ঘাওরিকে দেখা গেল বান্দ্রা এলাকায় একটি অটো থেকে নামতে। ২ জনেই হাসতে হাসতে নামেন। আর সেই ছবি দ্রুত ক্যামেরাবন্দি করেন পথচলতি মানুষজন।

শরীরচর্চা করতে আসা। সেজন্য গাড়িতে না এসে এলেন অটোতে। তা দেখে অবাক অনেকেই। সারা আলি খান কিন্তু নির্বিকার। শর্টস, গেঞ্জি পরে তিনি অটো থেকে নেমে পড়েন। আর সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এটা প্রথম নয়। সারা আলি খানের এমন হুট করতে অটোয় চাপার অভ্যাস আছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও মুম্বইতে অনন্যা পাণ্ডের সঙ্গে অটোয় করে যেতে দেখা গিয়েছিল তাঁকে।

নেহাতই স্বাদ বদল। নাকি আমজনতার জীবনটাকে একটু কাছ থেকে দেখার ইচ্ছে? খুব কাছ থেকে শহরের মামুলি জীবনটাকে, জীবন যুদ্ধটাকে, সাধারণ যানবাহনের কষ্টটাকে বোঝার চেষ্টা করা? সারার এই মাঝেমধ্যেই অটোয় চড়ার কারণ কিন্তু অজানা। অন্তত তিনি নিজে কোনও দিন এ নিয়ে কিছু খোলসা করেননি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk