Entertainment

প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়

Published by
News Desk

বাংলা সিনেমায় নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছিলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বর্ষীয়ান সেই অভিনেতা চলে গেলেন কিছুটা অকালেই। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার দক্ষিণ কলকাতায় তাঁর বাসভবনে মৃত্যু হয় বাংলা সিনেমা জগতের অন্যতম এই নক্ষত্রের। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি ছিলেন। পরে অবশ্য তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপর বুধবার চিরতরে বিদায় নিলেন তিনি।

তপন সিনহার হাত ধরেই বাংলা সিনেমায় তাঁর হাতেখড়ি। তপন সিনহার রাজা সিনেমা দিয়ে শুরু করেন সিনেমায় অভিনয় করার জীবন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সিনেমা পেতে থাকেন। হিটও করে। সংসার সীমান্ত, হারমোনিয়াম, শেষ বিচার, ন্যায় অন্যায়, দেবদাস সহ বহু সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি চিরকাল বাঙালির মনে থাকবে।

বর্তমানে সিনেমায় আর অভিনয় না করলেও একের পর এক সিরিয়ালে তিনি অভিনয় করছিলেন। অনেকগুলি সফল সিরিয়ালে অন্যতম চরিত্র ছিলেন তিনি। সাধারণত বাড়ির বর্ষীয়ান অভিভাবকের চরিত্রেই অভিনয় করতেন। যখনই কাজ করেছেন, সে সিনেমা হোক বা সিরিয়াল, সবেতেই নিজের একটা মৌলিক অভিনয়ের ছাপ রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলা সিনেমায় এক গভীর শূন্যতার সৃষ্টি হল। সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শোনার পর টলিপাড়ায় শোকের ছায়া নেমে আসে।

Share
Published by
News Desk

Recent Posts