Sports

৬ বছর পর ভারতসেরা, সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা

Published by
News Desk

গোয়াকে হারিয়ে ২০১৭ সালের সন্তোষ ট্রফি জিতে নিল বাংলা। সেইসঙ্গে ৬ বছর ধরে ভারতসেরার অধরা তকমা ঘরে তুলল মৃদুল বন্দ্যোপাধ্যায়ের ছেলেরা। ম্যাচের অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করে বাংলার মনদীপ সিং। মৃদুলের তুরুপের তাস ছিল মনদীপ। সুদক্ষ জহুরির চোখ যে ভুল করেনা তা তিনি প্রমাণ করে দিলেন ফাইনালে।

মহামেডানে কোচিং করানোর সময় চোখে পড়া মনদীপকে বাংলার দল গঠনের সময়ে তুলে নেন মৃদুল বন্দ্যোপাধ্যায়। সেই মনদীপই দিনের একমাত্র গোলটা করে বাংলাকে ৩২ তম সন্তোষ ট্রফি জিতিয়ে দিল। ৬ বছর পর বাংলার হৃত গৌরব আর সম্মান ফিরিয়ে দিয়ে আপাতত হিরোর মর্যাদা পাচ্ছেন মৃদুল ও মনদীপ।

Share
Published by
News Desk