Entertainment

সুশান্তের মৃত্যু, থানায় ডেকে সঞ্জয় লীলা বনশালিকে জেরা করল পুলিশ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এবার পুলিশের জেরার মুখে পড়লেন বিখ্যাত বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালি।

Published by
News Desk

মুম্বই : গত ১৪ জুন রবিবার বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে তাঁর মুম্বইয়ের বাড়িতে সিলিং থেকে ঝুলতে দেখেন তাঁর এক পরিচারক। সুশান্তের মৃত্যু নিয়ে শুরু হয় তোলপাড়। ৩৪ বছরের ঝকঝকে এই নায়কের এমন পরিণতি মেনে নিতে পারছিলেন না অনেকেই। এমনকি সুশান্তের মৃত্যুর পিছনে রহস্য লুকিয়ে আছে বলে দাবি করা হয় বিভিন্ন মহল থেকে। পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের স্বার্থেই সোমবার পুলিশের জেরার মুখে পড়লেন সঞ্জয় লীলা বনশালি।

সোমবার সকালে বান্দ্রা থানায় হাজির হন সঞ্জয়। সেখানে তাঁকে বেশ কিছুক্ষণ পুলিশি জেরার মুখে পড়তে হয়। তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ। তারপর তিনি থানা থেকে বেরিয়ে যান। সুশান্তের মৃত্যু নিয়ে গত ১ সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন পুলিশের জেরার মুখে পড়েছেন। যার মধ্যে রয়েছেন সুশান্তের বান্ধবী বলে পরিচিত রিয়া চক্রবর্তী, অভিনেত্রী সঞ্জনা সাংঘি, পরিচালক মুকেশ ছাবড়া সহ সুশান্তের পরিবারের কয়েকজন ও কয়েকজন বন্ধু।

প্রসঙ্গত ২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালি তাঁর ‘গলিয়ো কি রাসলীলা: রাম লীলা’ নামে একটি সিনেমায় সুশান্তকে অফার করেছিলেন। সেই অফারে তখন হ্যাঁ করতে পারেননি সুশান্ত। তাঁর একটি প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তি থাকায়। পরে সেই সিনেমায় তাঁর জায়গায় রণবীর সিং সই করেন। সিনেমাটি সুপারহিট হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk